কেন্দ্রীয়মন্ত্রিসভা

সুস্থায়ী নগরোন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত ও ফ্রান্সের মধ্যে চুক্তি স্বাক্ষরে মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 06 JUN 2018 7:29PM by PIB Kolkata

ভারত ও ফ্রান্সের মধ্যে সুস্থায়ী নগরোন্নয়নের জন্য এ বছরের মার্চে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বুধবারের (৬ জুন) বৈঠকে এ সম্পর্কে তাঁকে জানানো হয়। দু’দেশের মধ্যে এই চুক্তির মেয়াদ পাঁচ বছর।

এই চুক্তির উদ্দেশ্য হ’ল – স্মার্টসিটি উন্নয়ন, শহরাঞ্চলীয় গণপরিবহণ ব্যবস্থার মানোন্নয়ন, জল সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা, কঠিন বর্জ্যের বিনাশ, জলের পুনর্ব্যবহার ও শোধন, প্রযুক্তি হস্তান্তর প্রভৃতি ক্ষেত্রে কারিগরি সহযোগিতা বৃদ্ধি করাএই চুক্তি অনুযায়ী সহযোগিতা সংক্রান্ত কর্মকৌশল ও কর্মসূচি রপায়ণের জন্য যৌথ কর্মীগোষ্ঠী গঠন করা হবে। বছরে একবার পর্যায়ক্রমে ভারতে ও ফ্রান্সে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

চুক্তির ফলে দু’দেশের মধ্যে সুস্থায়ী নগরোন্নয়ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

 

 

 

 

 

 

 

 

 



(Release ID: 1534874) Visitor Counter : 54


Read this release in: English