PIB Headquarters
আন্তর্জাতিক তথ্য সুরক্ষা দিবস
प्रविष्टि तिथि:
27 JAN 2026 2:14PM by PIB Agartala
২৭ জানুয়ারি, ২০২৬, নয়াদিল্লি
মূল বিষয়বস্তু
* তথ্য সুরক্ষা দিবস সরকার, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নাগরিকদের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠা একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।
* ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম ডিজিটাইজড অর্থনীতি, যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম দৈনন্দিন অর্থনৈতিক ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।
* ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (DPDP) আইন, ২০২৩ এবং DPDP রুলস, ২০২৫ নাগরিক-কেন্দ্রিক একটি আইনি কাঠামো প্রদান করেছে, যা তথ্যের গোপনীয়তা, উদ্ভাবন এবং জনস্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম।
* ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সুরক্ষিত রাখতে বাজেট ২০২৫–২৬-এ ₹৭৮২ কোটি টাকা সাইবার নিরাপত্তার জন্য বরাদ্দ করা হয়েছে।
ভূমিকা
তথ্য সুরক্ষা দিবস প্রতি বছর ২৮ জানুয়ারি পালন করা হয়, যার উদ্দেশ্য ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই দিনটি ডিজিটাল পরিষেবার দায়িত্বশীল ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে।
ভারতের ডিজিটাল পরিসর ও গোপনীয়তার প্রয়োজনীয়তা
ভারতে দ্রুত ডিজিটাইজেশনের ফলে পরিষেবা প্রদান, শাসন ব্যবস্থাপনা ও নাগরিক অংশগ্রহণে আমূল পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত তথ্য সুরক্ষাকে শাসনব্যবস্থার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গণ্য করা হয়েছে।
ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল গন-পরিকাঠামোর ব্যাপ্তি ও প্রভাব
আধার, ইউপিআই, মাইগভ ও ই-সঞ্জীবনীর মতো প্ল্যাটফর্মগুলির মাধ্যমে ডিজিটাল পরিষেবা সাধারণ মানুষের কাছে সফলভাবে পৌঁছে দেওয়া সম্ভবপর হয়েছে। এর ফলে, পরিষেবা প্রদানে দক্ষতা ও অন্তর্ভুক্তির হার বাড়ালেও, শক্তিশালী তথ্য সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।
সংযোগ ব্যবস্থার বিস্তার, কম খরচে ডাটা পরিষেবা প্রদান ও ডিজিটাল অন্তর্ভুক্তি
ভারতে বর্তমানে ১০১ কোটিরও বেশি ব্রডব্যান্ড ব্যবহারকারী আছেন এবং অত্যন্ত কম খরচে ডেটা পরিষেবা পরিষেবা প্রদানের ফলে ডিজিটাল অন্তর্ভুক্তি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। পরিচয় যাচাই থেকে শুরু করে স্বাস্থ্যপরিষেবা পর্যন্ত দৈনন্দিন জীবনে বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম অপরিহার্য হয়ে উঠেছে।
গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা
ডিজিটাল লেনদেন ও তথ্যের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকিও বেড়েছে। এই প্রেক্ষিতে সরকার ₹৭৮২ কোটি টাকার বরাদ্দ-সহ শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডেটা সুরক্ষা পরিকাঠামো গড়ে তুলেছে।
জাতীয় তথ্য নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি
ভারত একটি স্থিতিশীল আইনগত ও প্রাতিষ্ঠানিক পরিকাঠামো তৈরি করেছে, যা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা এবং নাগরিক আস্থা অর্জনে সহায়ক হয়েছে।
তথ্যপ্রযুক্তি আইন, ২০০০
এই আইন ই-গভর্ন্যান্স, ডিজিটাল বাণিজ্য ও সাইবার নিরাপত্তার মূল ভিত্তি। এই আইনের মাধ্যমে CERT-In প্রতিষ্ঠা করা হয়েছে এবং ডিজিটাল লেনদেন, কনটেন্ট নিয়ন্ত্রণ এবং সাইবার ঘটনার মোকাবিলা সম্ভবপর হয়েছে।
আইটি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস) রুলস, ২০২১
এই নিয়মাবলী অনলাইন প্ল্যাটফর্মগুলির দায়িত্বশীলতা ও নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি সুনিশ্চিত করেছে, যার ফলে, সমগ্র দেশে একটি নিরাপদ ও দুর্নীতিমুক্ত ডিজিটাল পরিবেশ গড়ে উঠেছে।
ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (DPDP) আইন, ২০২৩
এই আইন ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও ডেটা বা তথ্যের বৈধ ব্যবহারের মধ্যে ভারসাম্য এনেছে। SARAL পদ্ধতির মাধ্যমে সহজ, বোধগম্য ও ব্যবহারযোগ্য কাঠামো প্রদান করা সম্ভবপর হয়েছে।
ডেটা প্রোটেকশন বোর্ড অফ ইন্ডিয়া
তথ্যের অবৈধ ব্যবহার সংক্রান্ত তদারকি এবং এই সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য নির্মিত এই বোর্ডটি একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে।
নাগরিকদের অধিকার ও সুরক্ষা
সম্মতি প্রদান বা প্রত্যাখ্যান করা, তথ্য জানার অধিকারের যথাযথ প্রয়োগ, তথ্যের সংশোধন, পুনর্নবীকরণ, মুছে ফেলা এবং অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থাকে অবহিত করা- এইসব অধিকারগুলি জনগণকে ব্যক্তিগত তথ্যের উপর নিয়ন্ত্রণ প্রদান করতে সহায়তা করেছে।
DPDP রুলস, ২০২৫
এই নিয়মাবলী DPDP আইনকে কার্যকর করে তুলেছে এবং নাগরিক-কেন্দ্রিক তথ্য সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার পাশাপাশি, দায়িত্বশীল ব্যবহারের প্রতি জনসচেতনতা গড়ে তুলেছে।
জাতীয় সাইবার নিরাপত্তা উদ্যোগ
CERT-In, I4C, ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল, ১৯৩০ হেল্পলাইন, সাইবার ফ্রড মিটিগেশন সেন্টার, দেশীয় প্রযুক্তিতে নির্মিত সাইবার টুল, ফরেনসিক ল্যাব ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলা জোরদার করা হয়েছে।
উপসংহার
তথ্য সুরক্ষা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জনগণের আস্থাই ভারতের ডিজিটাল রূপান্তরের মূল ভিত্তি। শক্তিশালী আইন, প্রাতিষ্ঠানিক পরিকাঠামো ও নাগরিক-কেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে ভারত একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎ-প্রস্তুত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়েছে।
তথ্যসূত্র
Ministry of Communications
Ministry of Electronics & Information Technology
Ministry of Home Affairs
PIB Headquarters
Data Protection Day, EU
Data Protection Day, Council of Europe
Others
Click here to see pdf
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2219433)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English