প্রধানমন্ত্রীর দপ্তর
পরাক্রম দিবসে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী, নেতাজি সুভাষ চন্দ্র বসুর সাহস ও শৌর্যকে স্মরণ
प्रविष्टि तिथि:
23 JAN 2026 9:00AM by PIB Agartala
নয়াদিল্লি, ২৩ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষ চন্দ্র বসুর সাহস ও শৌর্যের আদর্শকে স্মরণ করে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
“एतदेव परं शौर्यं यत् परप्राणरक्षणम्। नहि प्राणहरः शूरः शूरः प्राणप्रदोऽर्थिनाम्॥
সুভাষিতমটির অর্থ হল, অন্যের জীবন রক্ষার মধ্যেই সর্বশ্রেষ্ঠ সাহস নিহিত রয়েছে ; যিনি জীবন নেন, তিনি নায়ক নন, কিন্তু যিনি জীবন দান করেন এবং অভাবীকে রক্ষা করেন, তিনিই হলেন প্রকৃত সাহসী।
এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন ;
“নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন আমাদের এই বার্তা দেয় যে, বীরত্ব ও শৌর্য কাকে বলে। পরাক্রম দিবসে আমরা তাঁকে স্মরণ করি।
एतदेव परं शौर्यं यत् परप्राणरक्षणम्।
नहि प्राणहरः शूरः शूरः प्राणप्रदोऽर्थिनाम्॥”
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2219110)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English