নির্বাচন কমিশন
আগামীকাল ১৬তম জাতীয় ভোটার দিবস উদযাপন নির্বাচন কমিশনের
प्रविष्टि तिथि:
24 JAN 2026 3:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৬
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) আগামীকাল নতুন দিল্লিতে ১৬তম জাতীয় ভোটার দিবস উদযাপন করতে চলেছে। এ বছরের বিষয়বস্তু হল “আমার ভারত, আমার ভোট”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয়া রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এছাড়া কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী অর্জুন রাম মেঘওয়াল সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার অনুষ্ঠান পরিচালনা করবেন। উপস্থিত থাকবেন অন্য দুই নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক জোশী।
প্রথা অনুযায়ী, অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি এবং নতুন নথিভুক্ত ভোটারদের হাতে তিনি সচিত্র পরিচয়পত্র (এপিক) তুলে দেবেন।
ভোটার তালিকা তৈরি এবং নির্বাচনের আয়োজন সহ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে এক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য এবং জেলাস্তরেও জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। এইসব অনুষ্ঠানে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) এবং জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-রা যোগ দেবেন।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2219077)
आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English