কেন্দ্রীয় মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০৩০-৩১ সাল পর্যন্ত অটল পেনশন যোজনা (এ.পি.ওয়াই) অব্যাহত রাখার জন্য অনুমোদন দিয়েছে এবং প্রচারমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম, গ্যাপ ফান্ডিংয়ের জন্য তহবিল সহায়তা বাড়ানোর অনুমোদন দিয়েছে

प्रविष्टि तिथि: 21 JAN 2026 12:14PM by PIB Agartala

নয়াদিল্লি, ২১ জানুয়ারি, ২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অটল পেনশন যোজনা (এ.পি.ওয়াই) ২০৩০-৩১ অর্থ বছর পর্যন্ত অব্যাহত রাখার পাশাপাশি প্রচারমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম এবং গ্যাপ ফান্ডিং'এর জন্য তহবিল সহায়তা বাড়ানোর অনুমোদন দিয়েছে।

বাস্তবায়নের কৌশল

সরকারি সহায়তায় এই প্রকল্প ২০৩০-৩১ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এর লক্ষ্য হল

  1. সচেতনতা, সক্ষমতা বৃদ্ধি সহ অসংগঠিত শ্রমিকদের মধ্যে প্রচার প্রসারের জন্য প্রচারমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম।
  2. কার্যকারিতার প্রয়োজনীয়তা পূরণ করতে এবং প্রকল্পের স্থায়িত্ব নিশ্চিত করতে গ্যাপ ফান্ডিং'এর তহবিল সহায়তা প্রদান।

প্রধান প্রভাব

  • লক্ষ লক্ষ স্বল্প আয়ের এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বার্ধক্যজনিত আয়ের নিরাপত্তা নিশ্চিত করে।
  • আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করে এবং পেনশনপ্রাপ্ত সমাজে ভারতের রূপান্তরকে সমর্থন করে।
  • সুস্থায়ী সামাজিক সুরক্ষা প্রদানের মাধ্যমে বিকশিত ভারত @ ২০৪৭ এর দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করে।

পটভূমি

  • অটল পেনশন যোজনা চালুর সময়কাল : অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বার্ধক্যজনিত আয়ের সুরক্ষা প্রদানের লক্ষ্যে ২০১৫ সালের ৯ই মে অটল পেনশন যোজনা ( এ.পি.ওয়াই ) চালু করা হয়েছিল।
  • প্রকল্পের বৈশিষ্ট্যঃ অটল পেনশন যোজনা উপর ভিত্তি করে ৬০ বছর বয়স থেকে শুরু করে প্রতি মাসে ন্যূনতম ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা থেকে  নিশ্চিত পেনশন প্রদান করে।
  • ২০২৬ সালের ১৯শে জানুয়ারি পর্যন্ত, ৮.৬৬ কোটিরও বেশি গ্রাহক নথিভুক্ত হয়েছেন, যা এ.পি.ওয়াই 'কে ভারতের অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা কাঠামোর মূল ভিত্তি করে তুলেছে।
  • সম্প্রসারণের প্রয়োজন: এই প্রকল্পের স্থায়িত্ব নিশ্চিত করতে অব্যাহত সচেতনতা, সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকারিতার ব্যবধানগুলি পূরণের জন্য সুস্হায়ী সরকারী সহায়তা অপরিহার্য।

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2216835) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English