প্রধানমন্ত্রীর দপ্তর
জ্ঞানের সারমর্মের গুরুত্ব সংক্রান্ত সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
20 JAN 2026 10:36AM by PIB Agartala
নয়াদিল্লি, ২০ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অনন্ত জ্ঞান ও প্রজ্ঞার সারমর্মের গুরুত্ব সংক্রান্ত সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
সংস্কৃত স্তোত্রটি হল -
अनन्तशास्त्रं बहुलाश्च विद्याः अल्पश्च कालो बहुविघ्नता च।
यत्सारभूतं तदुपासनीयं हंसो यथा क्षीरमिवाम्बुमध्यात्॥
এর অর্থ হল, জ্ঞান অর্জনের ক্ষেত্রে অসংখ্য ধর্মগ্রন্থ ও বহুবিধ পথ থাকলেও, মানবজীবন সময়ের সীমাবদ্ধতা এবং অসংখ্য বাধাবিপত্তির মধ্যে আবদ্ধ। তাই, রাজহাঁস যেমন দুধকে জল থেকে আলাদা করতে পারে বলে মনে করা হয়, ঠিক তেমনই জ্ঞানার্জনের ক্ষেত্রেও আমাদের শুধুমাত্র এর সারমর্মকে উপলব্ধি করতে হবে।
শ্রী মোদী এক্স-এ এই মর্মে বার্তা দিয়েছেন।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2216669)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English