কৃষিমন্ত্রক
১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রবি চাষের আওতায় আসা জমির পরিমাণ
प्रविष्टि तिथि:
19 JAN 2026 6:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ জানুয়ারি, ২০২৬
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রবি চাষের আওতায় আসা জমির পরিমাণ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।
দেখা যাচ্ছে, ২০২৫-২৬ মরশুমে এই সময় পর্যন্ত গম চাষের আওতায় এসেছে ৩৩৪.১৭ লক্ষ হেক্টর জমি – যা আগের বছরের ৩২৮.০৪ লক্ষ হেক্টরের তুলনায় ৬.১৩ শতাংশ বেশি।
ধান চাষের ক্ষেত্রে ১৬ নভেম্বর পর্যন্ত আবাদ হয়েছে ২৫.৫৮ লক্ষ হেক্টর জমিতে – যা আগের বছরের ২০.৯৮ লক্ষ হেক্টরের তুলনায় ৪.৬১ শতাংশ বেশি। সামগ্রিকভাবে ২০২৪-২৫ মরশুমে ৪৪.৭৩ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল।
২০২৫-২৬ মরশুমে ১৬ নভেম্বর পর্যন্ত ১৩৭ লক্ষ হেক্টর জমি ডাল চাষের আওতায় এসেছে – যা আগের বছরের ১৩৩.১৮ লক্ষ হেক্টরের তুলনায় ৩.৮২ শতাংশ বেশি। সামগ্রিকভাবে ২০২৪-২৫ মরশুমে ১৩৪.০৮লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ হয়েছিল।
১৬ নভেম্বর পর্যন্ত শ্রী অন্ন চাষের আওতায় এসেছে ৫৮.৭২ লক্ষ হেক্টর জমি – যা আগের বছরের ৫৫.৯৩ লক্ষ হেক্টরের তুলনায় ২.৭৯ শতাংশ বেশি। সামগ্রিকভাবে ২০২৪-২৫ মরশুমে ৫৯.০৫ লক্ষ হেক্টর জমি এই চাষের আওতায় ছিল।
১৬ নভেম্বর পর্যন্ত ৯৬.৮৬ লক্ষ হেক্টর জমি তৈল বীজ চাষের আওতায় এসেছে – যা আগের বছরের ৯৩.৩৩ লক্ষ হেক্টরের তুলনায় ৩.৫৩ শতাংশ বেশি। সামগ্রিকভাবে ২০২৪-২৫ মরশুমে ৯৩.৪৯ লক্ষ হেক্টর জমিতে তৈল বীজ চাষ হয়েছিল।
সব ধরণের শস্য মিলিয়ে ১৬ নভেম্বর পর্যন্ত ৬৫২.৩৩ লক্ষ হেক্টর জমি রবি চাষের আওতায় এসেছে। আগের বছর এই সময়ে পরিমাণটি ছিল ৬৩১.৪৫ লক্ষ হেক্টর। সামগ্রিকভাবে ২০২৪-২৫ মরশুমে ৬৫৯.৩৯ লক্ষ হেক্টর জমিতে রবি চাষ হয়েছিল।
SC/AC/SG
(रिलीज़ आईडी: 2216375)
आगंतुक पटल : 9