প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

পার্বতী গিরি জি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 19 JAN 2026 11:00AM by PIB Agartala

নতুন দিল্লি ১৯ জানুয়ারী ২০২৬


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পার্বতী গিরি জি-র জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জানিয়েছেন। ঔপনিবেশিক শাসন নির্মূল করা, জনসেবা, স্বাস্থ্য পরিচর্যা, মহিলাদের ক্ষমতায়ণ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পার্বর্তী গিরি জি-র অবদানের কথা উল্লেখ করেছেন তিনি। গতমাসের মন কি বাতে এই বিষয়টি উত্থাপিত হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।

এই মর্মে সামাজিক মাধ্যমে একাধিক ভাষায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2216326) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English