প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আসামের গুয়াহাটিতে বাগুরুম্বা ধেহু (ঢেউ) অনুষ্ঠানে অংশগ্রহণের কিছু ঝলক শেয়ার করেছেন

प्रविष्टि तिथि: 17 JAN 2026 11:50PM by PIB Agartala

নতুন দিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে বোড়ো সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনের এক ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাগুরুম্বা ধেহু ২০২৬’-এ তাঁর অংশগ্রহণের পর অনুষ্ঠানের কিছু ঝলক শেয়ার করেছেন।

এক্স হ্যান্ডেলে-এ একটি ধারাবাহিক পোস্টে শ্রী মোদী লিখেছেন:

“বাগুরুম্বা ধেহু অনুষ্ঠানে আমার গুয়াহাটির ভাই ও বোনেদের মাঝে থাকাটা আমার জন্য এমন এক অভিজ্ঞতা যা আমি চিরকাল লালন করব। এই অনুষ্ঠানটি গৌরবময় বোড়ো সংস্কৃতিকে তুলে ধরেছে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে আমার অভিনন্দন।”

“বাগুরুম্বা ধেহু অনুষ্ঠানটির আরও কিছু ছবি এখানে দেওয়া হলো।”

“বোড়ো সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপনকারী একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি গর্বিত!”

“আমাদের জন্য আসামের সংস্কৃতি সমগ্র জাতির গর্ব। এই রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য এবং মহান ব্যক্তিত্বদের সম্মান জানানো আমাদের জন্য একটি বিশেষ সৌভাগ্য।”

“আসামে বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন হচ্ছে, তা সমগ্র দেশজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।”

“নিজেদের তুচ্ছ রাজনৈতিক লাভের জন্য কংগ্রেস সবসময় আসামে অস্থিরতা উস্কে দিয়েছে। জনগণের সেবা করার পরিবর্তে তারা অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর দিকেই মনোযোগ দিয়েছে।”

“কংগ্রেস বরাবরই আসাম এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চলকে অবহেলার চোখে দেখেছে।

এর বিপরীতে, এনডিএ শুধু মানসিক দূরত্বই কমায়নি, বরং উন্নত পরিকাঠামোর মাধ্যমে সমগ্র অঞ্চলটিকে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে যুক্ত করেছে।”

"গুয়াহাটিতে দর্শনীয় বাগুরুম্বা ধেহু প্রোগ্রাম!"

“আজ আসামে রূপকোঁয়র জ্যোতি প্রসাদ আগরওয়ালার প্রতি শ্রদ্ধা জানাতে 'শিল্পী দিবস' পালন করা হচ্ছে। তিনি ছিলেন আসামের একজন সাংস্কৃতিক দিকপাল, যাঁর কাজ আসামের মানুষের মনে এক গভীর ও স্থায়ী ছাপ ফেলেছে। তাঁর জীবন অসংখ্য মানুষকে থিয়েটার, চলচ্চিত্র, সঙ্গীত এবং অন্যান্য সাংস্কৃতিক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করেছে।

গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানে আমি তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।”

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2216012) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English