স্বরাষ্ট্র মন্ত্রক
উদ্দীপনা ও প্রাণপ্রাচু্র্যের উৎসব মকর সংক্রান্তি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
प्रविष्टि तिथि:
14 JAN 2026 3:10PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ জানুয়ারী, ২০২৬
উদ্দীপনা ও প্রাণপ্রাচু্র্যের উৎসব মকর সংক্রান্তি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। এই উৎসব দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত – কর্ণাটকে মকর সংক্রান্তি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভোগী, সংক্রান্তি কিংবা কানুমা, গুজরাটে উত্তরায়ণ এবং অসমে মাঘ বিহু। আনন্দের এই লগ্নে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
এই উৎসব উপলক্ষ্যে বিভিন্ন ভাষায় এক্স পোস্ট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2214787)
आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English