প্রধানমন্ত্রীর দপ্তর
মকর সংক্রান্তির শুভেচ্ছাজ্ঞাপন প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
14 JAN 2026 10:24AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মকর সংক্রান্তির পুণ্যলগ্নে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
উৎসবের আধ্যাত্মিক তাৎপর্যের উপর জোর দিয়ে সূর্য দেবতার আশীর্বাদ প্রার্থনা করে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন তিনি।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন –
“সমস্ত দেশবাসীকে মকর সংক্রান্তির অশেষ শুভেচ্ছা। তিল ও গুড়ের মিষ্টি সুবাসে ভরপুর ভারতীয় সংস্কৃতি ও পরম্পরার এই পুণ্য লগ্ন সবার জীবনে প্রসন্নতা, পূর্ণতা ও সাফল্য নিয়ে আসুক।সূর্যদেব সবার মঙ্গল করুন।”
অপর এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন,
“দেশের বিভিন্ন অংশে মকর সংক্রান্তির এই পুণ্য লগ্ন স্থানীয় রীতি-রেওয়াজ অনুসারে উদযাপন করা হয়। আমি সূর্যদেবের কাছে সবার সুখ, সৌভাগ্য ও সুস্বাস্থ্য কামনা করি।
सूर्यो देवो दिवं गच्छेत् मकरस्थो रविः प्रभुः।
उत्तरायणे महापुण्यं सर्वपापप्रणाशनम्॥”
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2214786)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English