কয়লামন্ত্রক
কয়লা মন্ত্রকের সালতামামি-২০২৫
प्रविष्टि तिथि:
12 JAN 2026 3:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ জানুয়ারি, ২০২৬
কয়লা মন্ত্রক আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আরও বেশি, কার্যকর, সুস্থায়ী ব্যবহার নিশ্চিত করতে এবং রপ্তানির সম্ভাবনা বৃদ্ধি করতে।
২০২৪-২৫-এ কয়লা উৎপাদন আগের বছরের তুলনায় ৪.৯৮% বেড়ে হয়েছে ১০৪৭.৫২৩ মিলিয়ন টন। কয়লা সরবরাহ ২০২৪-২৫-এ ৫.৩৮% বেড়ে হয়েছে ১০২৫.৩৩ মিলিয়ন টন। ২০২৫-এর জানুয়ারি থেকে ডিসেম্বর উৎপাদন হয়েছে ১০৪২.৯০ মিলিয়ন টন (প্রাথমিক হিসেব অনুযায়ী)।
ঘরোয়া কয়লা উৎপাদন বৃদ্ধির ফলে ২০২৪-২৫-এ কয়লা আমদানি ৭.৯% কমে হয়েছে ২৪৩.৬২ মিলিয়ন টন। এর ফলে, বিদেশী মুদ্রার সাশ্রয় হয়েছে প্রায় ৬০,৬৮১.৬৭ কোটি টাকা।
কয়লা মন্ত্রকের ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলি হল কোল গ্যাসিফিকেশনের প্রসার, পুনর্বিবেচিত ঝরিয়া মাস্টার প্ল্যানের রূপায়ণ, যান্ত্রিক ব্যবস্থা বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়ন।
কয়লা উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে ঘরোয়া কাঁচা কোকিং কোল উৎপাদন ২০৩০-এর মধ্যে ১৪০ মিলিটন টন হওয়ার কথা। ২০৩০-এর মধ্যে ৮টি কোকিং কোল ওয়াশারির পরিকল্পনা করা হয়েছে, যার ক্ষমতা হবে ২১.৫ মিলিয়ন টন। পুরনো সময়উত্তীর্ণ বিসিসিএল এবং সিসিএল-এর ওয়াশারিগুলির আধুনিকীকরণ করা হবে। ইস্পাত তৈরিতে ঘরোয়া ব্লেন্ডিং-এর হার ১০% থেকে ৩০% করতে স্ট্যাম্প চার্জিং প্রযুক্তি রূপায়ণ। কয়লা মন্ত্রক ১৬টি কোকিং কোল ব্লক নিলাম করেছে বেসরকারি ক্ষেত্রকে এগুলিতে উৎপাদন ২০২৮-২৯-এ শুরু হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্যিকভাবে কয়লা উৎপাদনের জন্য ২০২৫ বর্ষে ৩৩টি কয়লা খনির জন্য বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৫-এর অক্টোবরের মধ্যে ৪১টি কয়লা খনির ১৪ দফার নিলাম পর্ব শুরু করেছে কয়লা মন্ত্রক। ২০২৫-এর নিজস্ব কয়লা খনি থেকে কয়লা উৎপাদন হয়েছে ২০৩.৭০ মিলিয়ন টন, আগের বছরের তুলনায় বৃদ্ধির হার ১২.৭৫%।
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে কয়লা মন্ত্রকের। মন্ত্রকের অধীন কোল ইন্ডিয়া লিমিটেড এবং তার সহযোগী সংস্থাগুলি ও এনএলসি ইন্ডিয়া লিমিটেড কোম্পানি আইনের সপ্তম অনুচ্ছেদে নির্দিষ্ট ক্ষেত্রে একাধিক সিএসআর সংক্রান্ত কাজ করেছে। যেমন দারিদ্র দুরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, লিঙ্গসাম্য, পরিবেশগত সুস্থায়িত্ব, গ্রামোন্নয়ন ইত্যাদি। সাইবার নিরাপত্তা এবং জিইএম পোর্টালের মাধ্যমে সংগ্রহের ক্ষেত্রে ব্যতিক্রমী কাজের জন্য কেন্দ্রীয় কয়লা মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি ১৩ নভেম্বর, ২০২৫-এ কয়লা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে তাদের ব্যতিক্রমী কাজের জন্য সংবর্ধনা জানান। সুস্থায়ী খনি কাজ, ডিজিটাল গভর্নেন্স এবং দেশজুড়ে দায়িত্বপূর্ণ খনি বন্ধের লক্ষ্যে মন্ত্রকের অধীন কোল কন্ট্রোলার অর্গানাইজেশন ঐতিহাসিক উদ্যোগ ও সাফল্যের কথা ঘোষণা করেছে। বৈজ্ঞানিক উপায়, প্রযুক্তিগত উদ্ভাবন, সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণের সমন্বয়ে সরকার দায়িত্বপূর্ণ খনি কাজ পরিচালনা করছে, কয়লার গুণমান বাড়াচ্ছে এবং দেশজুড়ে খনি অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ব্যবস্থা করছে।
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213723®=3&lang=1
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2213823)
आगंतुक पटल : 15