প্রধানমন্ত্রীর দপ্তর
সোমনাথের কালজয়ী তাৎপর্য পুনরায় প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
09 JAN 2026 9:37PM by PIB Agartala
নতুন দিল্লি, ৯ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথের কালজয়ী তাৎপর্য পুনর্ব্যক্ত করে এটিকে ভারতের আধ্যাত্মিক শক্তি এবং ভক্তির চিরন্তন প্রতিমূর্তি হিসেবে বর্ণনা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, সোমনাথ কেবল একটি পবিত্র তীর্থস্থান হিসেবেই দাঁড়িয়ে নেই বরং ভারতীয় সভ্যতার ধারাবাহিকতার এক আলোকবর্তিকা হিসেবেও দাঁড়িয়ে আছে। এটি বিশ্বাস, স্থিতিস্থাপকতা এবং ঐক্যের বার্তা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে।
এক্স মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন :
“ ভগবান শ্রী সোমনাথ সৃষ্টির প্রতিটি স্থানে বিরাজমান। তাঁর প্রতি অখন্ড আস্থা অনন্ত কাল থেকে প্রবাহিত হচ্ছে। তিনি সর্বদাই ভারতে আধ্যাত্মিক শক্তির প্রতীক হয়ে থাকবেন।"
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2213581)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English