প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী ভারতের তরুণদের অতুলনীয় শক্তি এবং প্রতিশ্রুতি তুলে ধরেন
प्रविष्टि तिथि:
10 JAN 2026 8:20AM by PIB Agartala
নতুন দিল্লী: ১০ জানুয়ারি ২০২৬
ভারতের তরুণ প্রজন্মের চেতনা ও সংকল্পের কথা তুলে ধরে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ আসন্ন ‘বিকশিত(উন্নত)ভারত’ তরুণ নেতাদের বার্তালাপে তাঁদেরকে দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারতের যুব সম্প্রদায়, তাঁদের অতুলনীয় শক্তি এবং প্রতিশ্রুতির মাধ্যমে, একটি শক্তিশালী এবং সমৃদ্ধ জাতি গঠনের পিছনে চালিকা শক্তি হয়ে উঠেছে।এই বার্তালাপটি সারাদেশের তরুণ নেতাদের ধারণা, তাঁদের আকাঙ্খার আদান-প্রদান এবং বিকশিত(উন্নত)ভারত-এর রূপকল্প নির্মাণে অবদান রাখার ক্ষেত্রে একটি মঞ্চ হিসেবে কাজ করবে।
এক্স হ্যান্ডেলে শ্রী মনসুখ মান্ডাভিয়ার একটি পোস্টের প্রতিক্রিয়ায়, শ্রী মোদী বলেছেন:
“"অবিশ্বাস্য উৎসাহ এবং অতুলনীয় আবেগে পরিপূর্ণ আমাদের যুবসমাজ একটি শক্তিশালী এবং সমৃদ্ধ দেশে পরিণত হতে প্রতিশ্রুতিবদ্ধ। ডেভেলপ ইন্ডিয়া ইয়ং লিডার্স ডায়ালগে দেশজুড়ে আমার তরুণ বন্ধুদের সঙ্গে আলাপচারিতার জন্য আমি অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছি। ১২ জানুয়ারি এই অনুষ্ঠানে আমি আপনাদের সকলের সঙ্গে দেখা করব।"
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2213549)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English