প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী সোমনাথ সফরের কিছু ঝলক শেয়ার করেছেন
प्रविष्टि तिथि:
10 JAN 2026 11:00PM by PIB Agartala
নতুন দিল্লি, ১০ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ গুজরাটের সোমনাথ সফরের কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
এক্স-হ্যান্ডেলে একটি স্বতন্ত্র পোস্টে শ্রী মোদি লিখেছেন:
“আমাদের সভ্যতার সাহসের এক গর্বিত প্রতীক সোমনাথে এসে নিজেকে ধন্য মনে করছি।
এই সফরটি #সোমনাথস্বাভিমানপর্ব চলাকালীন হচ্ছে, যখন ১০২৬ সালে সোমনাথ মন্দিরের উপর প্রথম আক্রমণের হাজার বছর পূর্তি উপলক্ষে সমগ্র জাতি একত্রিত হয়েছে।
উষ্ণ অভ্যর্থনার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ।”
“জয় সোমনাথ!
আজকের অভ্যর্থনাটি ছিল খুবই বিশেষ।”
“আজ সন্ধ্যায় সোমনাথে শ্রী সোমনাথ ট্রাস্টের একটি বৈঠকে সভাপতিত্ব করেছি। আমরা মন্দির চত্বরের পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক এবং সোমনাথ তীর্থযাত্রাকে আরও স্মরণীয় করে তোলার উপায় নিয়ে পর্যালোচনা করেছি।”
"ওঁ আমাদের বেদ, শাস্ত্র, পুরাণ, উপনিষদ এবং বেদান্তের সারমর্ম।
ওঁ আমাদের ধ্যানের মূল এবং যোগের ভিত্তি।
ওঁ আমাদের সাধনার লক্ষ্য।
ওঁ হল শব্দব্রহ্মের প্রতিনিধিত্ব করে এমন শব্দ।
আমাদের মন্ত্রগুলি ওঁ দিয়ে শুরু এবং শেষ হয়।
আজ, সোমনাথ স্বাভিমান উৎসবের সময়, আমরা সম্মিলিতভাবে ১০০০ সেকেন্ডের জন্য ওঁকার নাদ জপ করার সৌভাগ্য অর্জন করেছি। এর শক্তি স্পন্দিত হচ্ছে এবং আমার অন্তরে আনন্দ আনছে।
ওঁ তৎ সৎ!!"
"সোমনাথ স্বাভিমান পর্বের শুভ উপলক্ষে, সোমনাথ মন্দির পরিসরে অত্যন্ত সুন্দর ও দৈবী আবহ গড়ে তোলা একটি ড্রোন শো দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই অসাধারণ শোতে আমাদের প্রাচীন বিশ্বাসের সঙ্গে আধুনিক প্রযুক্তির মিশ্রণ সকলকে মুগ্ধ করেছে। সোমনাথের পবিত্র ভূমি থেকে নির্গত এই আলোকরশ্মি সমগ্র বিশ্বকে ভারতের সাংস্কৃতিক শক্তির বার্তা পৌঁছে দিচ্ছে।"
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2213547)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English