প্রধানমন্ত্রীর দপ্তর
ভারতের চিরন্তন সাংস্কৃতিক সচেতনতা নিয়ে লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
08 JAN 2026 2:08PM by PIB Agartala
নতুন দিল্লি, ৮ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন।
শ্রী মোদী বলেছেন যে, সোমনাথ মন্দির ভারতের চিরন্তন সাংস্কৃতিক সচেতনতার প্রতীক। বলা হয়েছে, সোমনাথ থেকে রাম জন্মভূমি পর্যন্ত গত ১১ বছরে যে রূপান্তর লক্ষ্য করা গেছে তাতে প্রতিফলিত হয় যে, ভারত একটি আত্মবিশ্বাসী দেশ হয়ে উঠেছে যে তার নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের জন্য গর্ববোধ করে।
এক্স-এ নিবন্ধটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন;
“সোমনাথ মন্দির ভারতের শাশ্বত সাংস্কৃতিক চেতনার প্রতীক। গত ১১ বছরে সোমনাথ থেকে শুরু করে রাম জন্মভূমি পর্যন্ত হওয়া কার্যাবলি এই কথার প্রমাণ করে যে, ভারত এখন নিজের সাংস্কৃতিক পরিচিতি নিয়ে গর্ব করার মতো আত্মবিশ্বাসে পরিপূর্ণ দেশ হয়ে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী @JM_Scindia জি বিস্তারিতভাবে এই নিয়ে নিজের বক্তব্য পেশ করেছেন।”
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2212718)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English