প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ সমুদ্র প্রতাপ জলে ভাসালেন প্রতিরক্ষা মন্ত্রী

प्रविष्टि तिथि: 05 JAN 2026 12:52PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৫ জানুয়ারি, ২০২৬

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং গোয়ায় দেশের প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী উপকূল রক্ষী বাহিনীর জাহাজ সমুদ্র প্রতাপ’কে আজ জলে ভাসালেন। গোয়া শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত এই জাহাজটির ৬০ শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি। সমুদ্র প্রতাপে দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং সামুদ্রিক সুরক্ষা সহ আধুনিক সব ধরনের ব্যবস্থা রয়েছে। এটি হ’ল – উপকূল রক্ষী বাহিনীর বৃহত্তম জাহাজ। এর ফলে, ভারতের সামুদ্রিক অঞ্চলে নজরদারি আরও মজবুত হবে।


প্রতিরক্ষা মন্ত্রী এই জাহাজকে ভারতের প্রতিরক্ষা শিল্প পরিমণ্ডলে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে চিহ্নিত করেছেন। শ্রী সিং বলেন, শুধুমাত্র দূষণ নিয়ন্ত্রণের মধ্যেই সমুদ্র প্রতাপের কাজ সীমাবদ্ধ থাকবে না। সমুদ্রে টহলদারি এবং সামুদ্রিক সুরক্ষার ক্ষেত্রে এই জাহাজের উল্লেখযোগ্য ভূমিকা থাকবে।

উপকূল অঞ্চলে পরিচ্ছন্নতা বজায় রাখা থেকে শুরু করে সামুদ্রিক আইন বলবৎ করা সহ এই জাহাজের বহুমুখী ভূমিকা থাকবে। তিনি বলেন, ভারতের সামুদ্রিক সীমান্তে কেউ কোনোরকম দুঃসাহস দেখালে, তার যোগ্য জবাব দেবে ভারত।


শ্রী সিং বলেন, “মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের ক্ষেত্রে এই জাহাজ বিশেষ সাফল্যের বার্তা দিচ্ছে। বর্তমানে উপকূল রক্ষী বাহিনীর জাহাজ এবং এয়ারক্র্যাফট্‌-এর উৎপাদন, সার্ভিসিং এবং মেরামতির কাজ ভারতেই করা হচ্ছে। এটি একটি উল্লেখযোগ্য সাফল্য।"

গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সওয়ান্ত, প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং সহ উপকূল রক্ষী বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2211677) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English