সংস্কৃতি মন্ত্রক
azadi ka amrit mahotsav

পিপ্রাওয়া দেহাবশেষ ফিরিয়ে আনা হয়েছে মালিকানা দাবির জন্য নয়, দায়িত্ববোধ থেকে

प्रविष्टि तिथि: 05 JAN 2026 9:43AM by PIB Agartala

নয়াদিল্লি, ৫ জানুয়ারি, ২০২৬

 

পবিত্র পিপরাহওয়া প্রত্নতাত্বিক অবশেষ জনসমক্ষে রাখার আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লির রাই পিথোরা কালচারাল কমপ্লেক্সে এই উপলক্ষে বৌদ্ধ দর্শন সংক্রান্ত এক আলোচনাসভায় পৌরোহিত্য করেন নব নালন্দা মহাবিহার (ডিমড বিশ্ববিদ্যালয়)-এর উপাচার্য অধ্যাপক সিদ্ধার্থ সিং। সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক উজ্জ্বল কুমার সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

অধ্যাপক সিদ্ধার্থ সিং ভাষণে বলেন, বুদ্ধের দর্শন এবং বাণী জোরজবরদস্তির কথা বলে না। তাঁর স্মৃতিবিজড়িত প্রত্নতাত্ত্বিক অবশেষ ফিরিয়ে আনার বিষয়টির মধ্যে দায়িত্ববোধই প্রধান। এখানে মালিকানা দাবি করার প্রশ্ন নেই।

সমকালীন বিশ্বে বুদ্ধের বাণী ও দর্শনের প্রাসঙ্গিকতার উল্লেখ করেন বক্তারা। তাঁর স্মৃতিবিজড়িত প্রত্নতাত্বিক অবশেষ ফিরিয়ে আনার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রীর প্রয়াসকে কুর্ণিশ জানান সকলে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2211674) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English