প্রধানমন্ত্রীর দপ্তর
সাবিত্রীবাঈ ফুলের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন
प्रविष्टि तिथि:
03 JAN 2026 8:07AM by PIB Agartala
নতুন দিল্লি, ৩ জানুয়ারি ২০২৬
সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীতে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেই অগ্রণী সমাজ সংস্কারককে স্মরণ করেছেন। তাঁর জীবন সেবা এবং শিক্ষার মাধ্যমে সমাজের রূপান্তরের জন্য নিবেদিত ছিল।
শ্রী মোদী বলেন, সাবিত্রীবাই ফুলে সাম্য, ন্যায়বিচার এবং করুণার নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শিক্ষা হল সামাজিক পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এবং জ্ঞান ও শিক্ষার মাধ্যমে জীবন পরিবর্তনের জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।
তাঁর অসাধারণ অবদানের কথা তুলে ধরে শ্রী নরেন্দ্র মোদী বলেন যে, দুর্বল ও প্রান্তিক মানুষের প্রতি তাঁর কাজ সেবা ও মানবতার এক অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে রয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন যে, সাবিত্রীবাই ফুলের দৃষ্টিভঙ্গি একটি অন্তর্ভুক্তিমূলক এবং ক্ষমতাবান সমাজ গঠনে দেশের প্রচেষ্টাকে পরিচালিত করে চলেছে।
এক্স মাধ্যমে শ্রী মোদী বলেন:
"সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীতে, আমরা এমন একজন অগ্রদূতকে স্মরণ করছি যার জীবন সেবা এবং শিক্ষার মাধ্যমে সমাজের রূপান্তরের জন্য নিবেদিত ছিল। তিনি সাম্য, ন্যায়বিচার এবং করুণার নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা সামাজিক পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এবং তিনি জ্ঞানের পাশাপাশি শিক্ষার মাধ্যমে জীবন রূপান্তরের উপর মনোনিবেশ করেছিলেন। দুর্বলদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার ক্ষেত্রে তাঁর কাজও উল্লেখযোগ্য।"
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2211359)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English