তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

ওয়েভস ২০২৫ : তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে বিশ্বের ৯০টির বেশি দেশের অংশগ্রহণ

प्रविष्टि तिथि: 31 DEC 2025 8:54AM by PIB Agartala

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২৫

 

২০২৫-এ তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতের মিডিয়া ও বিনোদনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগটি হল ওয়েভস ২০২৫, ওয়ার্ল্ড অডিও-ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট। প্রধানমন্ত্রী মোদী ওয়েভসকে সংস্কৃতি, সৃজনশীলতা এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে একটি ধারা হিসেবে চিহ্নিত করেছেন। “ভারতে সৃষ্টি, বিশ্বের জন্য সৃষ্টি”, তিনি ভারতের এই ভাবনাকে তুলে ধরেছেন।

ওয়েভস, ২০২৫-এ ৯০টির বেশি দেশ, ১০ হাজারের বেশি প্রতিনিধি, ১ হাজার ক্রিয়েটর, ৩০০-র বেশি সংস্থা এবং ৩৫০টির বেশি স্টার্ট-আপ যোগ দিয়েছিল।

তিনটি ভবিষ্যৎমুখী ভাবনার দিকে নজর রেখে ওয়েভস মঞ্চকে ব্যবহার করা হচ্ছে :

১) ক্রিয়েটোস্ফিয়ার অ্যান্ড ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ (সিআইসি)

এতে সিনেমা, ভিএফএক্স, ভিআর, অ্যানিমেশন, গেমিং, কমিকস, মিউজিক, সম্প্রচার এবং ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে সৃজনশীলতার ওপর জোর দেওয়া হয়েছে।

সিআইসি সেশন-১-এ নজিরবিহীন সাফল্য মিলেছে। ৩৩টি বিভাগে ১ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। ৬০টির বেশি দেশ অংশ নেয় এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছনো ৭৫০ জনের বেশি প্রতিযোগী তাঁদের সৃজনশীলতা তুলে ধরেন।

এই সেশনের এক উল্লেখযোগ্য দিক হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি, যিনি তরুণ ক্রিয়েটরদের সঙ্গে সরাসরি একান্ত আলাপচারিতায় মিলিত হন এবং আন্তর্জাতিক কন্টেন্ট হাব হিসেবে ভারতের সম্ভাবনার কথা তুলে ধরেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ১৫০ জনের বেশি ক্রিয়েটরকে পুরস্কৃত করেন।

২) ওয়েভ এক্স

ওয়েভ এক্স-এর লক্ষ্য হল উদ্ভাবনকে শক্তিশালী করা এবং স্টার্ট-আপ পরিমণ্ডল উদ্যোগের অংশ হিসেবে ২০০-র বেশি স্টার্ট-আপকে সহায়তা করা। এতে মাইক্রোসফট, অ্যামাজন সহ ৩০টির বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যোগ দেয় এবং প্রায় ১০০টি স্টার্ট-আপ প্রদর্শনীর মাধ্যমে তাদের উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দেয়।

৩) ওয়েভস বাজার


ওয়েভস বাজার হল সিনেমা, গেম ডেভেলপার, অ্যানিমেশন ও ভিএফএক্স সার্ভিস, এক্সআর, ভিআর এবং এআর সার্ভিস, রেডিও ও ব্রডকাস্ট, কমিকস ও ই-বই, ওয়েব সিরিজ, মিউজিকের একটি আন্তর্জাতিক ই-মার্কেট প্লেস। এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও অভ্যন্তরীণ বাজারের সঙ্গে ভারতীয় ক্রিয়েটরদের যোগসূত্র তৈরি করার কাজ করে থাকে।

২০২৫-এর অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে ওয়েভস বাজার চারটি মহাদেশে ১২টি প্রধান আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করে। এর ফলে প্রায় ৪,৩৩৪ কোটি টাকার বাণিজ্যিক ও বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়। ১০টি মউ/ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে।

৯ হাজারের বেশি বি-টু-বি বৈঠকের আয়োজন করা হয়। উল্লেখযোগ্য আন্তর্জাতিক অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে – মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টোকিও গেম শো প্রভৃতি।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস (আইআইসিটি)
অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস (ভিএফএক্স), গেমিং, কমিকস প্রভৃতির জন্য সরকার একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলেছে। এর জন্য এককালীন বাজেট বরাদ্দ করা হয়েছে ৩৯১.১৫ কোটি টাকা। পরে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস (আইআইসিটি)’। ফিকি এবং সিআইআই-এর সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে এই প্রতিষ্ঠান।

দূরদর্শন এবং কমিউনিটি রেডিও-র সাফল্য


২০২৪-এ লোকসভা নির্বাচনের সময় ভোটারদের সচেতনতা ও শিক্ষাদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য ২৫ জানুয়ারি, ২০২৫-এ জাতীয় ভোটার দিবসে দূরদর্শনকে ইসিআই মিডিয়া অ্যাওয়ার্ড (টিভি) প্রদান করেন মাননীয় রাষ্ট্রপতি। স্থানীয় যোগাযোগ, শিক্ষা, উন্নয়নের ক্ষেত্রে কমিউনিটি রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে ২২টি নতুন স্টেশন কাজ করছে।

আইএফএফআই, ২০২৫ (৫৬তম সংস্করণ) এবং ওয়েভস/সিনেমা বাজার


গোয়ায় অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৮১টি দেশের ২৪০টির বেশি সিনেমা প্রদর্শিত হয়। এই উৎসবে ভারতের প্রথম এআই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে উদ্ভাবনশীলতাকে তুলে ধরা হয়।

ওয়েভস ফিল্ম বাজারে ৪০টির বেশি দেশের ২,৫০০-র বেশি প্রতিনিধি যোগ দেন। এতে ১৫টির বেশি দেশের ৩২০টি প্রকল্প তুলে ধরা হয়।

ই-সিনেপ্রমাণ পোর্টালের মাধ্যমে অনলাইন শংসাপত্র প্রদান প্রক্রিয়াকে সহজ করেছে সিবিএফসি। ই-সিনেপ্রমাণ পোর্টালে একটি নতুন বহুভাষিক শংসা প্রদান মডিউল চালু করা হয়েছে।

*****

PS


(रिलीज़ आईडी: 2210364) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English