তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান ভারত সরকারের ২০২৬ সালের ক্যালেন্ডার প্রকাশ করেছেন

এই ক্যালেন্ডারের থিম হল "Bharat@2026: সেবা, সুশাসন ও সমৃদ্ধি"

Bharat@2026 ক্যালেন্ডার ভারতের রূপান্তরকে তুলে ধরেছেঃ তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু

प्रविष्टि तिथि: 31 DEC 2025 2:25PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২৫: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান আজ ভারত সরকারের ২০২৬ সালের ক্যালেন্ডার প্রকাশ করেছেন। মন্ত্রী বলেন, ক্যালেন্ডার শুধুমাত্র তারিখ ও মাসের বার্ষিক প্রকাশনা নয়, এটি এমন একটি মাধ্যম যা ভারতের রূপান্তরের যাত্রাকে প্রতিফলিত করে, প্রশাসনের অগ্রাধিকারগুলি তুলে ধরে এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে সম্মিলিত সংকল্পকে পুনর্নবীকরণ করে।

এই ক্যালেন্ডারের থিম "Bharat@2026: সেবা, সুশাসন ও সমৃদ্ধি" (পরিষেবা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধি) এমন একটি ভারতকে উপস্থাপন করে যা তার পরিচয়ে সুরক্ষিত, তার প্রতিষ্ঠানগুলিতে শক্তিশালী এবং তার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট। মন্ত্রী বলেন, এই ক্যালেন্ডার জনকেন্দ্রিক শাসনব্যবস্থা, শক্তিশালী পরিষেবা প্রদান এবং সংস্কারের মধ্যে নিহিত জাতীয় আস্থার চেতনাকে তুলে ধরেছে, যা প্রক্রিয়াটিকে সহজতর করতে এবং নাগরিক ও রাজ্যের মধ্যে আস্থা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

২০২৫ সালে গৃহীত মূল সংস্কারগুলির কথা উল্লেখ করে ডঃ মুরুগান বলেন, কাঠামোগত পদক্ষেপগুলি ভারতের অর্থনৈতিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করেছে এবং সমাজের প্রতিটি অংশের কাছে উন্নয়নের সুবিধা পৌঁছে দিয়েছে। তিনি বলেন, নতুন কর ব্যবস্থার আওতায় কর ছাড়, জিএসটি ২.০ যুক্তিসঙ্গতকরণ, চারটি শ্রম বিধির বাস্তবায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগগুলি উৎপাদনশীলতা, জীবনযাত্রার সহজতা এবং অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিকে গতি দিয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু বলেন, ভারত সরকারের ক্যালেন্ডার প্রকৃতপক্ষে সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে এবং দেশের অগ্রাধিকার ও মূল্যবোধকে প্রতিফলিত করে একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন যে, ২০২৬ সালের ক্যালেন্ডার "Bharat@2026 সেবা, সুশাসন ও সমৃদ্ধি" শীর্ষক সংস্কার, অন্তর্ভুক্তি এবং আকাঙ্ক্ষার মাধ্যমে ভারতের আত্মবিশ্বাসী একীকরণকে তুলে ধরেছে।

২০২৬ সালের ক্যালেন্ডারে জাতীয় অগ্রগতির মূল স্তম্ভ এবং পরিবর্তিত ভারতের চেতনাকে প্রতিফলিত করে বারোটি বিষয়ভিত্তিক মাসিক পত্র রয়েছে। এগুলির মধ্যে রয়েছে আত্মনির্ভরতা সে আত্মবিশ্বাস (জানুয়ারি) যা বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরতা তুলে ধরেছে; সমৃদ্ধ কিষাণ, সমৃদ্ধ ভারত (ফেব্রুয়ারি) কৃষকদের মুখ্য ভূমিকার উপর জোর দেয়। নারী শক্তি ফর নিউ ইন্ডিয়া (মার্চ) মহিলাদের আধুনিক ভারতের স্থপতি হিসাবে মর্যাদা দেয় এবং সরলিকরণ সে সশক্তিকরণ (এপ্রিল) সরলীকরণ ও শাসন সংস্কারের উপর দৃষ্টি নিবদ্ধ করে। থিমগুলির মধ্যে রয়েছে বীরতা সে বিজয় তকঃ সশস্ত্র বাহিনীর সাহস ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে অপারেশন সিন্দুর (মে); সবচেয়ে দুর্বলদের জন্য সুস্থ ভারত, সমৃদ্ধ ভারত (জুন) এবং বঞ্চিত কা সম্মান (জুলাই); যুব শক্তি, রাষ্ট্র শক্তি (আগস্ট) এবং গতি, শক্তি, প্রগতি (সেপ্টেম্বর) যুব শক্তি এবং শারীরিক ও ডিজিটাল পরিকাঠামোর সম্প্রসারণ; পরম্পরা সে প্রগতি তক (অক্টোবর) এবং সবকা সাথ, সবকা সম্মান (নভেম্বর) ভারতের সভ্যতার মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির পুনর্বিবেচনা এবং বিশ্ববন্ধু ভারত (ডিসেম্বর) একটি দায়িত্বশীল এবং বিশ্বস্ত বিশ্ব অংশীদার হিসাবে ভারতের ভূমিকা তুলে ধরে।

সি. বি. সি-র মহানির্দেশক শ্রীমতি কাঞ্চন প্রসাদ উল্লেখ করেন যে, ক্যালেন্ডারটি ১৩টি ভারতীয় ভাষায় প্রকাশিত হয়েছে, ক্যালেন্ডারের অন্তর্ভুক্তি প্রতিটি ভাষাগত ও সাংস্কৃতিক পটভূমির নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপনে সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী প্রভাত, পিআইবি'র ডিরেক্টর জেনারেল শ্রীমতি অনুপমা ভাটনগর সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকগণ।

বিশিষ্ট অতিথিরা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, ২০২৬ সাল হবে সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও আত্মবিশ্বাসী ভারতের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ও দৃঢ় অগ্রযাত্রার বছর।

ভারত সরকারের ক্যালেন্ডার ২০২৬ ডাউনলোড করতে, নিম্নলিখিত কিউআর কোডটি স্ক্যান করুনঃ

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2210224) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English