প্রধানমন্ত্রীর দপ্তর
পবিত্র প্রকাশ উৎসবে শ্রী গুরু গোবিন্দ সিং জির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন
प्रविष्टि तिथि:
27 DEC 2025 10:44AM by PIB Agartala
নতুন দিল্লি, ২৭ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পবিত্র প্রকাশ উৎসব উপলক্ষে শ্রী গুরু গোবিন্দ সিং জীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। শ্রী মোদী বলেন যে, তিনি সাহস, করুণা এবং ত্যাগের এক মূর্ত প্রতীক। শ্রী মোদী বলেন, "তাঁর জীবন এবং শিক্ষা আমাদের সত্য, ন্যায়বিচার, ধার্মিকতার পক্ষে দাঁড়াতে এবং মানবিক মর্যাদা রক্ষা করতে অনুপ্রাণিত করে। শ্রী গুরু গোবিন্দ সিং জী'র দৃষ্টিভঙ্গি প্রজন্মের পর প্রজন্মকে সেবা এবং নিঃস্বার্থ কর্তব্যের দিকে পরিচালিত করে চলেছে"।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন :
"শ্রী গুরু গোবিন্দ সিং জির পবিত্র প্রকাশ উৎসবে আমরা তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি। তিনি সাহস, করুণা এবং ত্যাগের এক মূর্ত প্রতীক হিসেবে রয়ে গেছেন। তাঁর জীবন এবং শিক্ষা আমাদের সত্য, ন্যায়বিচার, ধার্মিকতার পক্ষে দাঁড়াতে এবং মানবিক মর্যাদা রক্ষা করতে অনুপ্রাণিত করে। শ্রী গুরু গোবিন্দ সিং জির দৃষ্টিভঙ্গি প্রজন্মের পর প্রজন্মকে সেবা এবং নিঃস্বার্থ কর্তব্যের দিকে পরিচালিত করে চলেছে।"
এই বছরের শুরুতে আমার তখত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিব পরিদর্শনের কিছু ছবি এখানে দেওয়া হল। সেই সময় আমি শ্রী গুরু গোবিন্দ সিং জি এবং মাতা সাহেব কৌর জি-এর পবিত্র জোরে সাহিবও দর্শন করেছিলাম।"
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2209362)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English