স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ রতন টাটা জি'র জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন
प्रविष्टि तिथि:
28 DEC 2025 1:28PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী সততা এবং করুণার মিশ্রণে ভারতীয় শিল্পোদ্যোগকে নতুন রূপ দেওয়া রতন টাটা জি'কে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ।
‘এক্স’-এ একটি পোস্টে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, “রতন টাটা জি'কে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি, যিনি সততা এবং করুণার মিশ্রণে ভারতীয় শিল্পোদ্যোগকে নতুন রূপ দিয়েছিলেন। দেশীয় শিল্প নির্মাণ থেকে শুরু করে নিঃস্বার্থ দানশীলতা পর্যন্ত, তিনি দেখিয়েছিলেন যে জাতির সেবায়ই প্রকৃত সাফল্য নিহিত। তাঁর উত্তরাধিকার আত্মনির্ভর ভারতকে অনুপ্রাণিত করবে।”
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2209355)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English