PIB Headquarters
azadi ka amrit mahotsav

দুর্লভ মৃত্তিকা দ্বারা নির্মীত স্থায়ী চুম্বক উৎপাদনে ভারতের প্রযুক্তিগত উৎকর্ষতা

प्रविष्टि तिथि: 27 DEC 2025 1:23PM by PIB Kolkata

মূল বিষয়বস্তু 

সরকার ₹৭,২৮০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে, যার লক্ষ্য দেশে REPM (Rare Earth Permanent Magnet) উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা।

মোট ৬,০০০ MTPA দেশীয় উৎপাদন ক্ষমতা গড়ে তোলা হবে, যার মাধ্যমে রেয়ার আর্থ অক্সাইড থেকে শুরু করে চুম্বক পর্যন্ত তৈরি করা যাবে।

বৈদ্যুতিক যানবাহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বৈদ্যুতিন, মহাকাশ ও প্রতিরক্ষা–সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আত্মনির্ভরতা জোরদার হবে।

NCMM ও MMDR Act সংস্কার–সহ পর্যাপ্ত দুর্লভ মৃত্তিকা সম্পদের সুলভ্যতা সুনিশ্চিত করা হবে।

আমদানির উপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদী শিল্পোন্নয়নের পথ প্রশস্ত করার পাশাপাশি, বিশ্বব্যাপী উন্নত উপকরণ রপ্তানিতে ভারতের অংশগ্রহণ সুনিশ্চিত করবে।

ভূমিকা

সরকার ₹৭,২৮০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে, যার মাধ্যমে ভারতে বছরে ৬,০০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন Rare Earth Permanent Magnet উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে। এই উদ্যোগে রেয়ার আর্থ অক্সাইড থেকে শুরু করে চুম্বক উৎপাদন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে। এই প্রকল্প বৈদ্যুতিক যানবাহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বৈদ্যুতিন, মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়াবে এবং Net Zero 2070 লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

Rare Earth Permanent Magnet (REPM) কি?

REPM বিশ্বের অন্যতম শক্তিশালী স্থায়ী চুম্বক, যা ছোট আকারে হলেও উচ্চ ক্ষমতাসম্পন্ন। এগুলি বৈদ্যুতিক যানবাহনের মোটর, টারবাইন, বৈদ্যুতিন, মহাকাশ ও প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আধুনিক প্রকৌশল শিল্পে এগুলির গুরুত্ব বাড়তে থাকায়, নির্ভরযোগ্য দেশীয় সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য হয়ে পড়েছে।

ভারতের বর্তমান অবস্থা ও প্রকল্পের প্রয়োজনীয়তা

ভারতের বিভিন্ন উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চলে বিপুল পরিমাণে দুর্লভ মৃত্তিকা সম্পদ রয়েছে। তবুও দেশে স্থায়ী চুম্বকের উৎপাদন এখনও সীমিত, যার ফলে, আমদানির ওপর নির্ভরতা রয়ে গেছে—বিশেষত চীনের ওপর। বৈদ্যুতিক যানবাহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ইলেকট্রনিক্স ক্ষেত্রের দ্রুত সম্প্রসারণের ফলে, ২০৩০ সালের মধ্যে REPM চাহিদা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেশীয় উৎপাদন ক্ষমতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

প্রকল্পের মূল উপাদানসমূহ

এই প্রকল্পের মাধ্যমে একটি সম্পূর্ণ REPM উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে, যার মোট ক্ষমতা ৬,০০০ MTPA। এটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সর্বাধিক পাঁচটি সংস্থার মধ্যে বণ্টিত হবে। এই প্রকল্পে পাঁচ বছরে ₹৬,৪৫০ কোটি টাকার উৎপাদনভিত্তিক সরকারি সহায়তা এবং ₹৭৫০ কোটি ভর্তুকি অন্তর্ভুক্ত করা রয়েছে।

জাতীয় অগ্রাধিকার ও সরকারি উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য

REPM-এর উৎপাদনে এই সরকারি উদ্যোগ ভারতের দূষণমুক্ত শক্তির ব্যবহার বৃদ্ধি, প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন ও উচ্চপ্রযুক্তির শিল্প বিকাশের প্রতি জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি Net Zero 2070 এর লক্ষ্যে সহায়তা করবে এবং National Critical Minerals Mission (NCMM)–এর উদ্দেশ্যকে বাস্তবাবায়িত করবে।

Critical Minerals–এর জন্য খনি সম্পর্কিত আইনের সংস্কার

২০২৩ সালের MMDR সংশোধনী আইনের মাধ্যমে খনি ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণ বৃদ্ধি করা, খনির নিলাম এবং অনুসন্ধানে লাইসেন্স ব্যবস্থা চালু করা হয়েছে। NCMM ও REPM প্রকল্পের পাশাপাশি, এই সংস্কারগুলি একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে চলেছে।

আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ভারতের সুযোগ

বিশ্বব্যাপী দুর্লভ মৃত্তিকা সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায়, এই ক্ষেত্রে ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। ভারত বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন, বহুপাক্ষিক উদ্যোগে অংশগ্রহণ এবং KABIL–এর মাধ্যমে বিদেশে খনিজ সম্পদ অধিগ্রহণ করছে। এই প্রেক্ষাপটে দেশীয় REPM উৎপাদন ব্যবস্থা ভারতকে আন্তর্জাতিক বাণিজ্যে শক্তিশালি ভূমিকা নিতে সহায়তা করবে।

উপসংহার

Rare Earth Permanent Magnet উৎপাদন প্রকল্পটি ভারতের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী শিল্প সম্প্রসারণের জন্য একটি কৌশলগত উদ্যোগ।
দেশীয় উৎপাদন ব্যবস্থা মজবুত করে এই প্রকল্প কর্মসংস্থান সৃষ্টি করবে এবং Atmanirbhar Bharat ও Viksit Bharat @2047–এর লক্ষ্যে অর্জনে সহায়তা করবে।

তথ্যসূত্র

Ministry of Heavy Industries

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194687&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2151394&reg=3&lang=2

https://heavyindustries.gov.in/sites/default/files/2025-08/rsauq_1563.pdf?utm

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2112232&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2151394&reg=3&lang=2

 

Ministry of Mines
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120525&reg=3&lang=2

mines.gov.in/admin/storage/ckeditor/NCMM_1739251643.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114467&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1945102&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845346&reg=3&lang=2


Ministry of Education

https://satheeneet.iitk.ac.in/article/physics/physics-rare-earth-magnets/?utm


Department of Atomic Energy

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147282&reg=3&lang=2

Click here to see pdf 

*

SSS/PK


(रिलीज़ आईडी: 2209089) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil