প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় পথ দুর্ঘটনায় জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

प्रविष्टि तिथि: 25 DEC 2025 9:12AM by PIB Agartala

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় পথ দুর্ঘটনায় জীবনহানিতে শোক প্রকাশ করেছেন।

এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন :

“কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় পথ দুর্ঘটনায় জীবনহানিতে গভীর শোকাহত। নিহতদের পরিজনকে সমবেদনা জানাই। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।

প্রত্যেক নিহতের নিকট আত্মীয়কে পিএমএনআরএফ থেকে এককালীন ২ লক্ষ টাকা অর্থ সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে। প্রধানমন্ত্রী @narendramodi”

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2208700) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English