উপজাতি কল্যাণ বিষয়ক মন্ত্রক
ত্রিপুরা সহ সারাদেশে জনজাতি ছাত্র-ছাত্রীদের প্রি-মেট্রিক এবং পোস্ট-মেট্রিক স্কলারশিপ নিয়ে লোকসভায় তথ্য দিলেন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে
प्रविष्टि तिथि:
18 DEC 2025 3:25PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২৫: কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে আজ লোকসভায় ত্রিপুরাসহ সারাদেশের জনজাতি ছাত্র-ছাত্রীদের প্রি- মেট্রিক ও পোস্ট- মেট্রিক স্কলারশিপ প্রদানে গত পাঁচটি অর্থবছরের অর্থ বরাদ্দ এবং সুবিধাভোগীদের সংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন।
তিনি জানান, প্রি-মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরে সারা দেশের জন্য বরাদ্দ করা হয়েছিল ২৪৮ কোটি ৯০ লক্ষ টাকা। এর মধ্যে ত্রিপুরার বরাদ্দ ছিল ২ কোটি ৫২ লক্ষ টাকা। এক্ষেত্রে সারাদেশে সুবিধাভোগীদের সংখ্যা ছিল ১৪ লক্ষ ৩৯ হাজার ৯৩০ জন। ত্রিপুরায় সুবিধাভোগীর সংখ্যা ছিল ৯৪০৪ জন। ২০২১- ২২ সালে সারা দেশের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩৯৪ কোটি ১৪ লক্ষ টাকা। ঐ অর্থবছরে ত্রিপুরার জন্য বরাদ্দ ছিল ৫৯ লক্ষ টাকা। সারাদেশে সুবিধাভোগীর সংখ্যা ছিল ১৩ লক্ষ ৭৭ হাজার ৭১৩ জন। ত্রিপুরার ক্ষেত্রে সুবিধাভোগীর সংখ্যা ১৭৩০৭ জন।
২০২২ - ২৩ অর্থবছরে সারাদেশে মোট অর্থ বরাদ্দ ছিল ৩৫৭ কোটি ২৯ লক্ষ টাকা। ত্রিপুরার জন্য বরাদ্দ ছিল ১১ কোটি ৩৭ লক্ষ টাকা। ঐ অর্থবছরে সারাদেশে সুবিধাভোগীর সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ১৫৭ জন। ত্রিপুরার ক্ষেত্রে এই সংখ্যা ছিল ১৫০১৭ জন। ২০২৩- ২৪ সালে সারা দেশের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩০৮ কোটি ৬০ লক্ষ টাকা। ঐ অর্থবছরে ত্রিপুরার বরাদ্দের পরিমাণ উল্লেখ নেই। এক্ষেত্রে মোট সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯ লক্ষ ২৭ হাজার ৩৬৪ জন। ত্রিপুরার ক্ষেত্রে এই সংখ্যা ছিল ১১ হাজার ৬০১ জন।
২০২৪ - ২৫ সালে প্রি-মেট্রিক স্কলারশিপে সারা দেশের জন্য বরাদ্দ ছিল ১৬৩ কোটি ৬৯ লক্ষ টাকা। ত্রিপুরার জন্য বরাদ্দ ছিল ৬ কোটি ৯২ লক্ষ টাকা। ঐ অর্থবছরে সারা দেশে সুবিধাভোগীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮ হাজার ১৩৮ জন। ত্রিপুরার ক্ষেত্রে সুবিধাভোগী সংখ্যা ছিল ১২ হাজার ৫৯৭ জন।
পোস্ট - মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে ২০২০-২১ সালে সারাদেশের জন্য বরাদ্দ ছিল ১৮২৯ কোটি টাকা। এক্ষেত্রে ত্রিপুরার জন্য বরাদ্দ ছিল ৪৮ কোটি ৫ লক্ষ টাকা। ঐ অর্থবছরে সারা দেশের সুবিধাভোগীর সংখ্যা ২০ লক্ষ ৫ হাজার ৬৯৬ জন। ত্রিপুরার ক্ষেত্রে সুবিধাভোগীর সংখ্যা ছিল ২৬ হাজার ১০৮ জন। ২০২১-২২ সালে সারা দেশের জন্য মোট বরাদ্দ ছিল ২২৫৬ কোটি ৮০ লক্ষ টাকা। ত্রিপুরার ক্ষেত্রে এই বরাদ্দের পরিমাণ ৭১ কোটি ৮৯ লক্ষ টাকা। ঐ অর্থবছরে সারা দেশে সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ২৩ লক্ষ ৪০ হাজার ৪০৭ জন। ত্রিপুরার ক্ষেত্রে সুবিধাভোগীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৫২০ জন।
২০২২-২৩ অর্থবছরে পোস্ট- মেট্রিক স্কলারশিপে সারা দেশের জন্য ১৯৬৪ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এক্ষেত্রে ত্রিপুরা পেয়েছিল ৪৫ কোটি ২২ লক্ষ টাকা। ঐ অর্থবছরে সারা দেশে সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২ লক্ষ ৬৯ হাজার ১১২ জন। ত্রিপুরায় সুবিধাভোগী সংখ্যা ছিল ৩৭ হাজার ৩৮০ জন। ২০২৩ - ২৪ সালে সারা দেশের জন্য বরাদ্দ ছিল ২৬৬৮ কোটি ৬৯ লক্ষ টাকা। ত্রিপুরা পেয়েছিল ৪০ কোটি টাকা। সারা দেশে সুবিধাভোগীর সংখ্যা কুড়ি লক্ষ ৫৩ হাজার ৭০৩ জন। ত্রিপুরার ক্ষেত্রে সুবিধাভোগীর সংখ্যা ছিল ৩৩ হাজার ৬৭৮ জন।
২০২৪-২৫ অর্থবছরে পোস্ট- মেট্রিক স্কলারশিপে সারাদেশের জন্য বরাদ্দ ছিল ২৫৯৮ কোটি ৩৪ লক্ষ টাকা। সে ক্ষেত্রে ত্রিপুরার জন্য বরাদ্দ ছিল ৭৪ কোটি ৯৪ লক্ষ টাকা। ঐ অর্থবছরে সারাদেশে সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৮ লক্ষ ১৫ হাজার ৫৯৮ জন। ত্রিপুরায় ২০২৪-২৫ অর্থবছরে সুবিধাভোগীর সংখ্যা ৩৩ হাজার ৫০৬ জন।
*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2206372)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English