প্রধানমন্ত্রীর দপ্তর
খ্যাতনামা স্থপতি রাম সুতারের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
प्रविष्टि तिथि:
18 DEC 2025 12:01PM by PIB Agartala
নতুন দিল্লি ১৮ ডিসেম্বর ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খ্যাতনামা স্থপতি রাম সুতারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।
এক্স সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন,
“রাম সুতারজির প্রয়াণে গভীর শোকাহত। কেভাডিয়ায় স্ট্যাচু অফ ইউনিটি সহ ভারতের প্রতীকী স্থানগুলিতে তাঁর অনন্য সাধারণ স্থাপত্য বিশিষ্টতা প্রদান করেছে। তাঁর স্থাপত্যে ভারতীয় ইতিহাস, সংস্কৃতি এবং সংঘবদ্ধ ভাবাবেগের মূর্ত প্রকাশ চিরদিন প্রশংসিত হবে। আগামী প্রজন্মের জন্য জাতীয় শ্লাঘাকে তিনি অমরত্ব দিয়েছেন। তাঁর শিল্প জনসাধারণ ও শিল্পীদের একইভাবে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, গুণমুগ্ধ এবং শিল্পীর অসাধারণ শিল্প নৈপুণ্যে যাঁরা অনুপ্রাণিত হয়েছেন, তাঁদের সকলকে আমার আন্তরিক সমবেদনা। ওঁ শান্তি।”
*****
PS
(रिलीज़ आईडी: 2206370)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English