উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএম-ডিভাইন প্রকল্প

৩টি অনুমোদিত প্রকল্প থেকে মোট ৪৮০.২২ কোটি টাকা পেয়েছে ত্রিপুরা

प्रविष्टि तिथि: 18 DEC 2025 2:50PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২৫: ২০২২ সালের অক্টোবর মাসে চালু হওয়ার পর থেকে, প্রাইম মিনিস্টারস ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট তথা প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন উদ্যোগ (পিএম-ডিভাইন) প্রকল্পের অধীনে সড়ক, স্বাস্থ্য এবং স্টার্টআপ ইকোসিস্টেম সহ বিভিন্ন খাতে ৩০.১১.২০২৫ তারিখ পর্যন্ত মোট ৫৭১৮.৭৯ কোটি টাকা মূল্যের ৪৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। পিএম-ডিভাইন প্রকল্পের অধীনে ত্রিপুরা তিনটি অনুমোদিত প্রকল্প থেকে মোট ৪৮০.২২ কোটি টাকা পেয়েছে৷ আজ রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এই তথ্য দিয়েছেন।

তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রক (এমডোনার) উত্তর-পূর্বাঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করার জন্য রাইজিং নর্থইস্ট ইনভেস্টরস সামিট ২০২৫-এর আয়োজন করে। উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগ আকর্ষণের জন্য চিহ্নিত সম্মেলনের প্রধান খাতগুলো ছিল পর্যটন ও আতিথেয়তা; কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ ও সংশ্লিষ্ট খাত; বস্ত্র, হস্তশিল্প ও কুটির শিল্প; স্বাস্থ্যসেবা; শিক্ষা ও দক্ষতা উন্নয়ন; আইটি/আইটিইএস; বিনোদন ও ক্রীড়া; পরিকাঠামো ও সরবরাহ ব্যবস্থা; এবং শক্তি।

উল্লিখিত উদ্যোগটি উত্তর-পূর্বাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে এবং এই অঞ্চলের যুবকদের জন্য বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বলে জানান তিনি৷

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নাগরিক বিমান চলাচল মন্ত্রক দেশের অব্যবহৃত ও স্বল্প-ব্যবহৃত বিমানবন্দরগুলি থেকে আঞ্চলিক বিমান সংযোগ বাড়াতে এবং সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণকে সাশ্রয়ী করতে ২১.১০.২০১৬ তারিখে আঞ্চলিক সংযোগ প্রকল্প - উড়ে দেশ কা আম নাগরিক চালু করে। আঞ্চলিক সংযোগ প্রকল্পের (আরসিএস) অধীনে উত্তর-পূর্বাঞ্চলে মোট ৯০টি রুটে পরিষেবা চালু করা হয়েছে, যা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ১২টি বিমানবন্দর এবং হেলিপোর্টকে সংযুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ১০টি বিমানবন্দর - পাসিঘাট, তেজু, হোলোঙ্গি, জোরহাট, লিলাবাড়ি, রূপসি, তেজপুর, ডিমাপুর, শিলং এবং পাকিয়ং - এবং ২টি হেলিপোর্ট, যথা জিরিবাম ও তামেনলং। এছাড়াও, ২০২২ সালের জানুয়ারি থেকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ৪২টি আরসিএস রুটে পরিষেবা চালু করা হয়েছে। এই সময়ের মধ্যে তিনটি নতুন বিমানক্ষেত্র চালু করা হয়েছে, যার মধ্যে রয়েছে হোলোঙ্গি বিমানবন্দর (অরুণাচল প্রদেশ) এবং মণিপুরের জিরিবাম ও তামেনলং-এর হেলিপোর্ট।

উপরন্তু ডোনার মন্ত্রক ১৩.১০.২০২৫ তারিখে নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম-আদার দ্যান রোডস ইনফ্রাস্ট্রাকচার- এর অধীনে মিজোরামের থেনজাউলে হেলিপোর্ট এবং হেলিপ্যাড নির্মাণের জন্য ১২.০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে বলে জানিয়েছেন তিনি৷

উল্লেখ্য, পিএম-ডিভাইন প্রকল্পের অধীনে ত্রিপুরা তিনটি অনুমোদিত প্রকল্প থেকে মোট ৪৮০.২২ কোটি টাকা পেয়েছে৷ এগুলি হল– এজিএমসি ও জিবিপি হাসপাতালে ২০০ শয্যাবিশিষ্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) শাখা স্থাপনে ১৯২ কোটি ১০ লক্ষ টাকা, মাদকাসক্তদের জন্য সমন্বিত পুনর্বাসন কেন্দ্র স্থাপনের জন্য ৮৬ কোটি ১২ লক্ষ টাকা এবং আগরতলায় একটি ডেন্টাল কলেজ স্থাপনে ২০২ কোটি টাকা।

*****

PS/DM


(रिलीज़ आईडी: 2206080) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English