তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
ওটিটি বিষয়বস্তু সিবিএফসি-এর এখতিয়ারের বাইরে থাকবে; তথ্যপ্রযুক্তি নিয়মের অধীনে ত্রি-স্তরীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালু
प्रविष्टि तिथि:
17 DEC 2025 2:51PM by PIB Agartala
নয়াদিল্লী, ১৭ ডিসেম্বর, ২০২৫: সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) হল সিনেমেটোগ্রাফ আইন, ১৯৫২ এর অধীনে প্রতিষ্ঠিত এক বিধিবদ্ধ কর্তৃপক্ষ যা সার্বজনীন প্রদর্শনীর জন্য সিনেমেটোগ্রাফিক চলচ্চিত্র পরীক্ষা এবং প্রত্যয়ন করে।
তথ্য প্রযুক্তি (মধ্যস্থতাকারী নির্দেশিকা এবং ডিজিটাল মিডিয়া নীতিশাস্ত্র কোড) নিয়ম, ২০২১-এর তৃতীয় অংশের বিধান অনুসারে ওটিটি বিষয়বস্তু নিয়ন্ত্রিত হয়।
নিয়ম অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে আইন দ্বারা নিষিদ্ধ বিষয়বস্তু প্রকাশ করা এড়িয়ে চলতে হবে এবং নিয়ম নির্দেশিকা অনুযায়ী বয়স-ভিত্তিক বিষয়বস্তুর শ্রেণীবিভাগ করতে হবে।
এই বিষয়বস্তু-সম্পর্কিত নিয়মাবলী মেনে চলা নিশ্চিত করার জন্য এবং জনসাধারণের অভিযোগের সমাধানের জন্য একটি ত্রি-স্তরের প্রাতিষ্ঠানিক ব্যবস্থার রূপরেখাও প্রদান করে।
স্তর -১: প্রকাশকদের দ্বারা স্ব-নিয়ন্ত্রণ
স্তর ২: প্রকাশকদের স্ব-নিয়ন্ত্রক সংস্থাগুলির দ্বারা স্ব-নিয়ন্ত্রণ
স্তর ৩: কেন্দ্রীয় সরকারের তদারকি ব্যবস্থা
ওটিটি কন্টেন্ট সম্পর্কিত অভিযোগগুলি তথ্যপ্রযুক্তি আইন, ২০২১ এর অধীনে প্রদত্ত প্রকাশকদের দ্বারা স্ব-নিয়ন্ত্রণের প্রতিকার ব্যবস্থার স্তর-১ এর অধীনে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মগুলিতে যথাযথভাবে প্রেরণ করা হয়।
ডঃ এম কে বিষ্ণু প্রসাদের জিজ্ঞাসা করা এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান আজ লোকসভায় এই তথ্য জমা দিয়েছেন।
*****
PS/SG
(रिलीज़ आईडी: 2205374)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English