রাষ্ট্রপতির সচিবালয়
রাষ্ট্রপতি ভবনে পরম বীর গ্যালারির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
16 DEC 2025 12:53PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২৫: রাষ্ট্রপতি ভবনে আজ বিজয় দিবস (ডিসেম্বর ১৬,২০২৫) উপলক্ষে পরম বীর গ্যালারির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এই গ্যালারিতে রয়েছে পরম বীর চক্রে সম্মানিত ২১ জনের সকলের প্রতিকৃতি। দেশকে রক্ষা করতে যে বীর সন্তানরা অদম্য সাহসের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তাঁদের সম্পর্কে দর্শকদের আরও ভালোভাবে অবহিত করে তুলতেই এই গ্যালারি তৈরি করা হয়েছে। দেশমাতৃকার সেবায় যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধার অর্ঘ্য এই গ্যালারি।
এই গ্যালারি যেখানে তৈরি হয়েছে সেখানে আগে ছিল ব্রিটিশ কর্তাদের একাধিক ছবি। দাসত্বের মনোভাব দূর করে দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার যাত্রায় এই গ্যালারির নির্মাণ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পরম বীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। শৌর্য ও সাহসিকতার অতুলনীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিতে এই সম্মান দেওয়া হয়।
*****
PS
(रिलीज़ आईडी: 2204989)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English