স্বরাষ্ট্র মন্ত্রক
দ্য আসাম ট্রিবিউন গ্রুপের সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক পি.জি. বড়ুয়া জির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
प्रविष्टि तिथि:
15 DEC 2025 12:24PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর ২০২৫: দ্য আসাম ট্রিবিউন গ্রুপের সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক পিজি বরুয়া জি’র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহ।
‘এক্স’ প্ল্যাটফর্মে একটি পোস্টে শ্রী অমিত শাহ বলেন, “দ্য আসাম ট্রিবিউন গ্রুপের সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক পিজি বরুয়া জি’র প্রয়াণে আমি গভীরভাবে ব্যথিত। সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিভিন্ন বিষয় পৌঁছে দেওয়া এবং আসামের সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা মানুষকে অনুপ্রাণিত করে যাবে। তাঁর পরিবারবর্গ, দ্য আসাম ট্রিবিউন গ্রুপ এবং তাঁর অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা রইলো।”
Pained by the demise of PG Baruah Ji, the editor and managing director of The Assam Tribune group. His efforts to ensure that issues reach the common people and promote Assam's culture through journalism will continue to inspire people. Sincerest condolences to his family…
— Amit Shah (@AmitShah) December 15, 2025
*****
PS/DM
(रिलीज़ आईडी: 2204190)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English