প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী একটি নিবন্ধ শেয়ার করেছেন, যেখানে হর্নবিল উৎসবকে ভারতের সাংস্কৃতিক ঔজ্জ্বল্য এবং উত্তর-পূর্বাঞ্চলের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে প্রশংসা করা হয়েছে

प्रविष्टि तिथि: 14 DEC 2025 11:32AM by PIB Agartala

নতুন দিল্লি, ১৪ ডিসেম্বর ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নাগাল্যান্ডের হর্নবিল উৎসবের প্রাণবন্ত চেতনার প্রশংসা করেছেন এবং এটিকে ভারতের সাংস্কৃতিক সমৃদ্ধি ও এর উপজাতীয় ঐতিহ্যের স্থায়ী প্রাণশক্তির এক শক্তিশালী প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, উত্তর-পূর্বাঞ্চল আজ এক নতুন, আত্মবিশ্বাসী ভারতের প্রতিনিধিত্ব করে। নাগাল্যান্ডের অনন্য সাংস্কৃতিক পরিচয়ের প্রশংসা করে শ্রী মোদী বলেন, এই রাজ্য কেবল একটি উৎসবের আয়োজনই করে না; রাজ্যটি নিজেই উদযাপনের প্রতিমূর্তি, যা 'উৎসবের দেশ' নামক এর গর্বিত উপাধিটিকে যথার্থভাবে প্রমাণ করে।

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার ‘এক্স’- হ্যান্ডেলে করা একটি পোস্টের জবাবে শ্রী মোদী বলেন:

“এই আকর্ষণীয় নিবন্ধে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @JM_Scindia নাগাল্যান্ডের হর্নবিল উৎসবকে মানব চেতনার এক বর্ণিল সমাহার এবং প্রাচীন ও সমসাময়িকের এক নিপুণ মিলন হিসেবে বর্ণনা করেছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, আমাদের দেশ তখনই উন্নত হবে যখন দেশের উত্তর-পূর্বাঞ্চল উজ্জ্বল হবে।

উত্তর-পূর্বাঞ্চলকে এক নতুন, আত্মবিশ্বাসী ভারতের মুখ হিসেবে তুলে ধরে মন্ত্রী উল্লেখ করেছেন যে, নাগাল্যান্ড শুধু উদযাপনই করে না - এটি নিজেই উদযাপনের প্রতিমূর্তি, যা 'উৎসবের দেশ' হিসেবে এর নামকরণের কারণকে যথার্থভাবে প্রমাণ করে।”

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2203864) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English