উপ-রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

পণ্ডিত রবিশঙ্করের মৃত্যু বার্ষিকীতে উপরাষ্ট্রপতির শ্রদ্ধার্ঘ্য

प्रविष्टि तिथि: 11 DEC 2025 1:50PM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর, ২০২৫: পণ্ডিত রবিশঙ্করের মৃত্যু বার্ষিকীতে আজ শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন। তাঁর স্মরণে বলেছেন, প্রথিতযশা সেতার শিল্পী হিসেবে ভারতীয় ধ্রপদী সঙ্গীতে বিশ্ব প্রশস্তি এনে দিয়েছিলেন তিনি।

সমাজ মাধ্যমে একটি পোস্টে উপরাষ্ট্রপতি পণ্ডিত রবিশঙ্করকে অসাধারণ প্রতিভার অধিকারী সাংস্কৃতিক দূত বর্ণনা করে বলেছেন, বিশ্বজুড়ে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতে তিনি নির্ণায়ক ভূমিকা পালন করেছিলেন।

তিনি উল্লেখ করেন, শিল্পীর কালজয়ী শিল্প নৈপুণ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে সুরকার এবং সঙ্গীত প্রেমীদের অনুপ্রাণিত করবে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2202727) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English