পর্যটন মন্ত্রক
উপজাতি এলাকায় পর্যটন উন্নয়ন
प्रविष्टि तिथि:
11 DEC 2025 2:41PM by PIB Agartala
নয়াদিল্লী, ১১ ডিসেম্বর ২০২৫: পর্যটন পরিকাঠামো এবং পর্যটনের উন্নয়ন মূলত সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন দ্বারা পরিচালিত হয়। তবে, পর্যটন মন্ত্রক, পর্যটন পরিকাঠামোর জন্য কেন্দ্রীয় সেক্টর স্কিম, যেমন স্বদেশ দর্শন (SD), স্বদেশ দর্শন 2.0 (SD 2.0), চ্যালেঞ্জ ভিত্তিক গন্তব্য উন্নয়ন (CBDD); স্বদেশ দর্শন 2.0 প্রকল্পের একটি উপ-যোজনা এবং আর্থিক বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (SASCI), এর মাধ্যমে, উত্তর-পূর্ব অঞ্চলের উপজাতি গন্তব্য সহ পর্যটন গন্তব্যগুলিতে পর্যটন অভিজ্ঞতা, সুযোগ-সুবিধা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য সরকার (SGs) এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের প্রচেষ্টাকে সমর্থন করে।
উপরোক্ত প্রকল্পগুলির অধীনে ত্রিপুরার জন্য অনুমোদিত প্রকল্পগুলির বিবরণ, যার মধ্যে জনজাতীয় এলাকাগুলিও অন্তর্ভুক্ত, তা নিন্মে দেওয়া হল:
(i) স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে অনুমোদিত প্রকল্পের বিবরণ:
ত্রিপুরায় ২০১৫-২০১৬ সালে, নর্থ-ইষ্ট সার্কিটে, আগরতলা - সিপাহিজলা - মেলাঘর - উদয়পুর - অমরপুর- তীর্থমুখ- মন্দিরঘাট– ডুম্বুর - নারিকেল কুঞ্জ- গণ্ডাছড়া– আমবাসায়, পর্যটনে উন্নয়নের জন্য ৮২.৮৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছিল।
২০১৮-১৯ সালে, নর্থ-ইষ্ট সেক্টরে, সুরমাছড়া-ঊণকোটি-জম্পুইহিল-গুণাবতী-ভুবনেশ্বরী-নিরমহল-বক্সনগর-চোত্তাখোলা-পিলাক-আভাংছড়ার জন্য ৪৪.৮৩ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছিল।
(ii) স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের অধীনে অনুমোদিত প্রকল্পের বিবরণ:
ত্রিপুরায় ২০২৪-২৫ সালে ত্রিপুরা হেরিটেজ ভিলেজ এবং আগরতলায় সংগীত এক্সপেরিয়ান্স (প্রথম এবং দ্বিতীয় ধাপের জন্য ৪৮.৯৫ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে।
তাছাড়া, ২০২৫-২৬ অর্থবর্ষে পর্যটন মন্ত্রক উপজাতি এলাকায় হোমস্টে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী জনজাতিয উন্নয়ন গ্রাম অভিযান (PM-JUGA) এর অধীনে স্বদেশ দর্শনের একটি উপ-যোজনা হিসেবে 'জনজাতি এলাকায় হোমস্টে উন্নয়ন' চালু করেছে। এই প্রকল্পে জনজাতি এলাকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য ১০০০টি হোমস্টে উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে এবং উত্তর-পূর্ব অঞ্চল সহ জনজাতি হোমস্টে উন্নয়ন ও সংস্কার এবং গ্রামীণ সম্প্রদায়ের প্রয়োজনীয়তা পূরণের জন্য তহবিল সহায়তা প্রদানের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের বিকল্প জীবিকা নির্বাহের পরিকল্পনা করা হয়েছে। এটি স্থানীয় সম্প্রদায়ের জীবিকা উন্নয়নের জন্য প্রয়োজনীয় আরও সহায়তা প্রদানের জন্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও উৎসাহিত করে।
আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানিয়েছেন।
*****
PS/SG
(रिलीज़ आईडी: 2202460)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English