কৃষিমন্ত্রক
রবি চাষের আওতায় আসা জমির পরিমাণ ৪৭৯ লক্ষ হেক্টর ছাড়িয়েছে
प्रविष्टि तिथि:
09 DEC 2025 6:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর, ২০২৫
রবি চাষের আওতায় আসা জমির খতিয়ান পেশ করেছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক। ২০২৫-২০২৬ মরশুমে ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৪৭৯.০২ লক্ষ হেক্টর জমি রবি চাষের আওতায় এসেছে। এই সময় গম চাষের আওতায় ২৪১.৪০ লক্ষ হেক্টর, ধান চাষের আওতায় ১০.৯৮ লক্ষ হেক্টর, ডাল চাষের আওতায় ১০৬.২১ লক্ষ হেক্টর, মোটা শস্য দানা এবং শ্রী অন্ন চাষের আওতায় ৩৬.২৮ লক্ষ হেক্টর এবং তৈল বীজ চাষের আওতায় ৮৪.১৪ লক্ষ হেক্টর জমি এসেছে।
২০২৪-২০২৫ মরশুমে রবি চাষের আওতায় ছিল ৪৫১.১২ লক্ষ হেক্টর জমি।
SC/ AC /AG
(रिलीज़ आईडी: 2201372)
आगंतुक पटल : 4