प्रविष्टि तिथि:
09 DEC 2025 3:51PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর, ২০২৫
মূল তথ্যসমুহ
* হস্তশিল্প ৬৪.৪৪ লক্ষ মানুষকে কর্মসংস্থান প্রদান করে। মোট শিল্পীর ৬৪% এনং তাঁতির ৭১% মহিলা।
* ২০২৪-২৫-এ হস্তশিল্প ক্ষেত্রের রপ্তানি ৩৩১২২.৭৯ কোটি টাকা।
* সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিল্পীদের জন্য উন্নত পরিকাঠামো, বাজার সংযোগ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করছে।
* আধুনিক বাজারের উপজুক্ত করে তোলার জন্য শিল্পীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করে হচ্ছে।
ভূমিকা
ভারতের হস্তশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এটি বহু কারিগর এবং শিল্পীর জীবিকা নিশ্চিত করে। এটি রপ্তানিতে অবদান রাখে এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে। বর্তমানে দেশে ৩১৮-টি জিআই তকমাপ্রাপ্ত হস্তশিল্প পণ্য এবং প্রায় ৪৫৫-টি স্বীকৃত কারুশিল্প শ্রেণি রয়েছে।
প্রতিটি হস্তশিল্পের শিল্প ও নৈপুণ্য
হস্তশিল্প পণ্য প্রধানত হাতে তৈরি। এসব পণ্যে নান্দনিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। এগুলো যন্ত্রের সাহায্যে তৈরি পণ্যের থেকে আলাদা। এসব পণ্য কারিগরের দক্ষতা এবং ঐতিহ্যকে প্রকাশ করে।
ভারত হস্তশিল্প উৎপাদনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। হস্তশিল্পের জন্য বিদেশি চাহিদা বাড়ছে। দেশজুড়ে কারিগররা প্রজন্মগত ভাবে দক্ষতা অর্জন করেছেন। যদিও অধিকাংশ কারিগর আংশিক সময়ে কাজ করেন এবং কম পুঁজি ব্যবহার করেন, তবু, হস্তশিল্প আয়ের একটি কার্যকর মাধ্যম। এই শিল্প শ্রমনির্ভর এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত।
হস্তশিল্প ঐতিহ্য উদযাপন
প্রতি বছর ৮ থেকে ১৪ ডিসেম্বর জাতীয় হস্তশিল্প সপ্তাহ পালিত হয়। এতে কারিগরদের সম্মান জানানো হয়। এছাড়া, এই সপ্তাহ হস্তশিল্পের সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব প্রকাশ করে। সরকারও এই শিল্পকে উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
কারিগরদের দক্ষতার স্বীকৃতি
জাতীয় হস্তশিল্প পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শ্রেষ্ঠ কারিগরদের সম্মান জানায়। এতে শিল্প গুরু পুরস্কার এবং জাতীয় পুরস্কার অন্তর্ভুক্ত। পুরস্কারগুলো কারিগরদের দক্ষতা, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে।
অর্থনৈতিক গুরুত্ব ও কর্মসংস্থান
কর্মসংস্থান ও কারিগর সংক্রান্ত তথ্য
হস্তশিল্প বহু মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেয়। দেশজুড়ে আনুমানিক ৬৪.৬৬ লাখ হ্যান্ডলুম এবং হস্তশিল্প কারিগর রয়েছেন। উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে কারিগরের সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। ২০২৫-এর আগস্ট পর্যন্ত তাঁতিদের মধ্যে মহিলাদের অংশ ৭১ শতাংশ। মোট কারিগরদের মধ্যে মহিলাদের অংশ ৬৪ শতাংশ। এটি মহিলাদের কর্মসংস্থান প্রদান করে স্বাবলম্বী হতে সহায়তা করে।
হস্তশিল্পে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশ রয়েছে। এতে শ্রেনীবদ্ধ জাতি, জনজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী অন্তর্ভুক্ত। এইভাবে হস্তশিল্প অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখে।
হস্তশিল্প অনেক কৃষি-ভিত্তিক পরিবারকে আংশিক বা অতিরিক্ত আয় প্রদান করে। এটি ছোট ও পারিবারিক পরিসরেও করা যায়। ফলে, প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলিও উপকৃত হয়। ২০২৪ পর্যন্ত 'পহচান' কারিগর সনাক্তকরণ কর্মসূচিতে ৩২ লাখের বেশি কারিগর নিবন্ধিত হয়েছেন। এদের প্রায় ২০ লাখ মহিলা।
রপ্তানিতে অবদান
২০২৫ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বস্ত্র ও পোশাকের (হস্তশিল্পসহ) রপ্তানি ছিল ১৮,২৩.৫৪ কোটি মার্কিন ডলার। ২০২৪-২৫ সালে হস্তশিল্প (হাতে বোনা শতরঞ্চি ব্যতীত) রপ্তানি ৩৩,১২২.৭৯ কোটি টাকা। ২০১৪-১৫ সালে এটি ছিল ২০,০৮২.৫৩ কোটি টাকা।
২০২৪-২৫ সালের প্রধান রপ্তানি পণ্যগুলি ছিল আর্ট মেটালওয়্যার (৪,৩৮৬ কোটি টাকা), কাঠের সামগ্রী (৮,৫২৪ কোটি টাকা), হস্তমুদ্রিত বস্ত্র (৩,২১৭ কোটি টাকা), কড়াই ও ক্রোশে পণ্য (৪,৩৫০ কোটি টাকা) এবং কৃত্রিম গয়না (১,৫১১ কোটি টাকা)। মোট রপ্তানির প্রায় ৩৭ শতাংশ যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
সরকারি সহায়তা
জাতীয় হস্তশিল্প উন্নয়ন কর্মসূচি
জাতীয় হস্তশিল্প উন্নয়ন কর্মসূচি হস্তশিল্পে ভারতের প্রধান প্রকল্প। ২০২২-২৬ -র জন্য বরাদ্দ ৮৩৭ কোটি টাকা। ২০২৩-২৪ সালে ২,৩২৫-টি প্রকল্প অনুমোদিত হয়। এতে ৬৬,০০০-এর বেশি কারিগর উপকৃত হন।
প্রকল্পগুলি ক্লাস্টারভিত্তিক সহায়তা প্রদান করে। এতে পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন, নকশা সহায়তা এবং বাজার সংযোগ অন্তর্ভুক্ত। লক্ষ্য প্রতিটি কারিগরকে মূলধারায় নিয়ে আসা এবং ঐতিহ্যবাহী শিল্প রক্ষা করা।
দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ
প্রধান উদ্যোগসমূহ:
নকশা ও প্রযুক্তি উন্নয়ন কর্মশিবির
গুরু-শিষ্য হস্তশিল্প প্রশিক্ষণ
সমন্বিত দক্ষতা উন্নয়ন
উন্নত প্রযুক্তি বিতরণ
হস্তশিল্প ক্লাস্টার উন্নয়ন
কম্প্রিহেন্সিভ হস্তশিল্প ক্লাস্টার উন্নয়ন কর্মসূচি বরাদ্দ ১৪২.৫ কোটি টাকা। উদ্দেশ্য, হস্তশিল্প ক্লাস্টার সক্ষম করা, উৎপাদন বাড়ানো, মানোন্নয়ন করা এবং বাজারে প্রতিযোগিতা উৎসাহিত করা। এতে প্রযুক্তি, কাঁচামাল ব্যাঙ্ক, নকশা সহায়তা এবং সামাজিক সুরক্ষা অন্তর্ভুক্ত।
এসএফইউআরটিআই কর্মসূচি
১০০-টিরও বেশি ক্লাস্টার অন্তর্ভুক্ত। লক্ষ্য গ্রামীণ কারিগরদের ক্ষমতায়ন এবং স্বাধীন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা।
স্বনির্ভর কারিগর
আম্বেদকার হস্তশিল্প বিকাশ যোজনা কারিগর সমবায় বা 'প্রোডিউসার কোম্পানি' বা উৎপাদক সংস্থা গঠনে সহায়তা করে। এটি কারিগরদের আর্থিক ও বাজারগত সুবিধা দেয়।
বাজার প্রবেশাধিকার বৃদ্ধি ও আন্তর্জাতিক সংযোগ
এক জেলা এক পণ্য উদ্যোগ জিআই তকমাপ্রাপ্ত পণ্যকে গুরুত্ব দেয়। স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় উদ্যোগগুলিকে বাজারে সংযুক্ত করা হয়। ২০২৩-২৪ সালে এনএইচডিপি অধীনে ৭৮৬-টি বিপণন অনুষ্ঠান অনুমোদিত। ২০২৫–২৬ সালে ১৩২-টি বিপণন অনুষ্ঠান পরিকল্পিত।
ইন্ডি হাট এবং আইআইটিএফ প্রদর্শনী কারিগরদের বাজারের সঙ্গে সংযুক্ত করে।
বস্ত্রশিল্প সংক্রান্ত উদ্যোগ
হস্তশিল্প ও তাঁতশিল্প ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গত পাঁচ বছরে ৩৫৬-টি ছোট এবং দুটি মেগা তাঁত ক্লাস্টার অনুমোদিত। মুদ্রা ঋণ, বীমা ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে প্রায় ৬.৪৫ লাখ তাঁতি উপকৃত। 'সামর্থ্য' কর্মসূচিতে ৫.৩৫ লাখ প্রশিক্ষণপ্রাপ্ত, ৪.২০ লাখ চাকরিতে স্থাপিত।
রপ্তানি উৎসাহিত করা
রপ্তানিতে সহায়তার জন্য কর প্রত্যাহার। নতুন রপ্তানি উদ্যোগ আর্থিক-সহ নানারকম সহায়তা প্রদান।
নীতি পরিবর্তন
জিএসটি হ্রাস এবং শ্রম আইন সংহতকরণ। কর হ্রাস কারিগরদের খরচ কমিয়েছে। শ্রমিক সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
সমাপ্তি
ভারতের হস্তশিল্প গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক পরিচিতির একটি অবিচ্ছেদ্য অংশ। প্রচলিত দক্ষতা ও নৈপুণ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন প্রানশক্তি লাভ করছে। সরকারি উদ্যোগ এবং প্রশিক্ষণের সাহায্যে কারিগররা বেশি আয় করতে পারছেন। এই শিল্প দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তথ্যসূত্র
DC-MSME (Handicrafts):
About Us | Official website of Development Commissioner (Handicrafts), Ministry of Textiles, Government of India
https://handicrafts.nic.in/pdf/GIList.pdf
https://handicrafts.nic.in/pdf/NewCraft.pdf
handicrafts.nic.in/CraftDefinition.aspx
https://handicrafts.nic.in/pdf/Scheme.pdf
https://indian.handicrafts.gov.in/static-pdf/scheme-guideline.pdf
https://handlooms.nic.in/assets/img/upcoming_markeing/AMC2025-26_02-04-2025.pdf
M/o MSME:
sfurti.msme.gov.in/SFURTI/Reports/DPR_Functional_Upto.aspx
https://www.msme.gov.in/sites/default/files/MSME-ANNUAL-REPORT-2024-25-ENGLISH.pdf
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/apr/doc20224636101.pdf
M/o Textiles:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199236®=1&lang=1
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=2089306®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197522®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157864®=3&lang=2#:~:text=Govt,reliant
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2073886®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197519®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199515®=3&lang=1
M/o Finance:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192229®=3&lang=2
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=149281®=3&lang=1
M/o Labour & Employment:
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150508®=3&lang=1
Export Promotion Council for Handicrafts:
https://www.epch.in/sites/default/files/policies/exportsofhandicrafts.htm
Parliamentary Responses:
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AS237_eb5QqY.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU351_GpRWNL.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU4956_YS5OfB.pdf?source=pqals
Others:
https://ddnews.gov.in/en/president-murmu-to-confer-handicrafts-awards-on-december-9/
https://www.ibef.org/blogs/empowering-districts-empowering-india-the-odop-revolution
Click here for pdf file.
*****
PS/Agt