পঞ্চায়েতি রাজ মন্ত্রক
azadi ka amrit mahotsav

পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান

प्रविष्टि तिथि: 09 DEC 2025 2:55PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর ২০২৫: কেন্দ্রীয় সরকার ২০২৪-২০২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশন (১৫তম এফসি) অনুদানের আওতায় রাজ্যগুলিকে গ্রামীণ স্থানীয় সংস্থাগুলির (আরএলবি) জন্য অর্থ প্রদান করেছে। 

পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে অনুদানপ্রাপ্ত রাজ্যগুলি কর্তৃক জমা দেওয়া অনুদান স্থানান্তর শংসাপত্র (জিটিসি) এবং অর্থ মন্ত্রক কর্তৃক ১৪.০৭.২০২১ তারিখের চিঠির মাধ্যমে জারি করা পঞ্চদশ অর্থ কমিশন গ্রামীণ স্থানীয় সংস্থা অনুদান বাস্তবায়নের জন্য কার্যকরী নির্দেশিকাগুলিতে নির্ধারিত সমস্ত বাধ্যতামূলক যোগ্যতার শর্ত পূরণের ভিত্তিতে আরএলবিগুলিকে প্রদান করা হয়।

২০১৫-১৬ থেকে ২০১৯-২০ অর্থবছরের জন্য গ্রাম পঞ্চায়েতগুলির জন্য রাজ্যগুলিকে চতুর্দশ অর্থ কমিশনের অনুদান বরাদ্দ এবং প্রদানের তথ্য অনুযায়ী -

  • ২০১৫-১৬ অর্থবছরে ত্রিপুরার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল ৩৬.২৪  কোটি টাকা এবং প্রদান করা হয়েছিল ৩৬.২৪ কোটি টাকা
  • ২০১৬-১৭ অর্থবছরে ত্রিপুরার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল ৫৬.৭৬ কোটি টাকা এবং প্রদান করা হয়েছিল ৫৬.৭৬ কোটি টাকা
  • ২০১৭-১৮ অর্থবছরে ত্রিপুরার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল ৬৫.৪৩ কোটি টাকা এবং প্রদান করা হয়েছিল ৬৫.৪৩ কোটি টাকা
  • ২০১৮-১৯ অর্থবছরে ত্রিপুরার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল ৭৫.৫৩ কোটি টাকা এবং প্রদান করা হয়েছিল ৬৭.০৭ কোটি টাকা
  • ২০১৯-২০ অর্থবছরে ত্রিপুরার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল ১০১.৭১ কোটি টাকা এবং প্রদান করা হয়েছিল ৯০.৬৩ কোটি টাকা৷

এই পাঁচ বছরে ত্রিপুরার মোট প্রাপ্তির পরিমাণ ছিল ৩৩৫.৬৭ কোটি টাকা৷

০২.১২.২০২৫ তারিখের হিসাবে গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিকে পঞ্চদশ অর্থ কমিশন অনুদানের বছরভিত্তিক বরাদ্দ এবং প্রদেয় অর্থের মধ্যে -

  • ২০২০-২১ সালে ত্রিপুরার জন্য বরাদ্দ হয়েছিল ১৯১ কোটি টাকা এবং পেয়েছে ১৯১ কোটি টাকা
  • ২০২১-২২ সালে ত্রিপুরার জন্য বরাদ্দ হয়েছিল ১৪১ কোটি টাকা এবং পেয়েছে ১৪১ কোটি টাকা
  • ২০২২-২৩ সালে ত্রিপুরার জন্য বরাদ্দ হয়েছিল ১৪৭ কোটি টাকা এবং পেয়েছে ১৪৭ কোটি টাকা
  • ২০২৩-২৪ সালে ত্রিপুরার জন্য বরাদ্দ হয়েছিল ১৪৮ কোটি টাকা এবং পেয়েছে ১৪৮ কোটি টাকা
  • ২০২৪-২৫ সালে ত্রিপুরার জন্য বরাদ্দ হয়েছিল ১৫৭ কোটি টাকা এবং পেয়েছে ১৫৬.৩১ কোটি টাকা
  • ২০২৫ সালের জন্য বরাদ্দ হয়েছে ১৫৩ কোটি টাকা৷

এই পাঁচ বছরে ২৮টি রাজ্যের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের মোট বরাদ্দের পরিমাণ হল ৪৮৫৭৩ কোটি টাকা৷

কেন্দ্রীয় সরকার সুবিধাভোগী রাজ্যগুলিতে এই ধরনের অনুদানের মাধ্যমে অর্থায়িত প্রকল্পগুলি থেকে সরাসরি উপকৃত পরিবার বা ব্যক্তিদের সংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ করে না। 
৯ ডিসেম্বর ২০২৫ তারিখে লোকসভায় একটি লিখিত উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং এই তথ্য জানিয়েছেন৷

*****

PS/DM


(रिलीज़ आईडी: 2200975) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English