গ্রাম উন্নয়ন মন্ত্রক
ত্রিপুরার ৩০টি বিশেষভাবে দূর্বল জনজাতি গোষ্ঠীর বসতিস্থলে যোগাযোগ বৃদ্ধির জন্য কেন্দ্র ২৫টি সড়ক প্রকল্প অনুমোদন করেছে
प्रविष्टि तिथि:
09 DEC 2025 10:41AM by PIB Agartala
নয়াদিল্লী, ৯ ডিসেম্বর ২০২৫: গ্রামোন্নয়ন মন্ত্রণালয় প্রধানমন্ত্রী-জনমন-এর সড়ক সংযোগ প্রকল্পের আওতায় ত্রিপুরার জন্য ৬৫.৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের ২৫টি সড়ক প্রকল্প অনুমোদন করেছে। এতে আনুমানিক বিনিয়োগ হবে ৬৮.৬৭ কোটি টাকা।
এই যুগান্তকারী পদক্ষেপগুলো হল:
* রাজ্যের ৩০টি পিভিটিজি বসতিস্থলে সর্ব-আবহাওয়ার জন্য সড়ক যোগাযোগ প্রদান।
* রাজ্যে বসবাসকারী বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীর (PVTG) আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা।
* গ্রামীণ এলাকায় যোগাযোগ বৃদ্ধি করা, প্রত্যন্ত গ্রাম এবং শহরের কেন্দ্রের মধ্যে ব্যবধান কমানো।
* এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করা।
* স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাজারের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি উন্নত করা।
* কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং স্থানীয় অর্থনীতিকে উদ্দীপিত করা।
* সরকারের সমৃদ্ধ উত্তর-পূর্ব এবং উন্নত ভারতের (বিকশিত ভারত) দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ করা।
প্রধানমন্ত্রী-জনমন প্রকল্পের আওতাধীন প্রকল্পগুলি এই অঞ্চলে এক রূপান্তরমূলক প্রভাব ফেলবে, উত্তর-পূর্ব অঞ্চলের জনজাতি গোষ্ঠীগুলির উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি সরকারের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে।
*****
PS/SG/AGT
(रिलीज़ आईडी: 2200953)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English