প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক চিতা দিবসে বন্যপ্রাণ প্রেমীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 04 DEC 2025 9:43AM by PIB Agartala

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক চিতা দিবসে আজ চিতা রক্ষায় যুক্ত সংরক্ষণবাদী এবং বন্যপ্রাণ প্রেমীদের শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন :

“আন্তর্জাতিক চিতা দিবসে আজ আমাদের ধরিত্রীর বুকে অন্যতম চমৎকার সৃষ্টি চিতা রক্ষায় নিয়োজিত সংরক্ষণবাদী এবং বন্যপ্রাণ প্রেমীদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। তিন বছর পূর্বে আমাদের সরকার চিতা প্রকল্প শুরু করে, যার মূল লক্ষ্য ছিল, এই অসাধারণ প্রাণীর সুরক্ষা এবং যে পরিমণ্ডলের মধ্যে তা বেড়ে উঠতে পারে, তা রক্ষা করা। হারিয়ে যাওয়া পরিবেশগত ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং জৈব বৈচিত্র্যকে শক্তিশালী করার দিকে তাকিয়েও এই প্রয়াস।”

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2199226) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English