ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক
পিএম বিশ্বকর্মা কর্মসূচি ১৮টি চিরাচরিত পেশার শিল্পীদের সার্বিক সহায়তা দেয়; ২৩.০৯ লক্ষ সুবিধাপ্রাপক প্রশিক্ষিত হয়েছেন
प्रविष्टि तिथि:
04 DEC 2025 3:22AM by PIB Agartala
নতুন দিল্লি, ৪ ডিসেম্বর ২০২৫
পিএম বিশ্বকর্মা কর্মসূচি শুরু হয়েছিল ১৭.০৯.২০২৩-এ ১৮টি চিরাচরিত পেশার শিল্পীদের সার্বিক সাহায্য করতে। ০১.১২.২০২৫ পর্যন্ত ৩০ লক্ষ সুবিধাপ্রাপক নথিভুক্ত হয়েছেন, তার মধ্যে ২৩.০৯ লক্ষ সুবিধাপ্রাপককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সুবিধাপ্রাপকদের ডিজিটাল পেমেন্ট উৎসাহভাতা দিতে কিউআর কোড তৈরির জন্য পিএম বিশ্বকর্মা কর্মসূচিতে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, পেটিএম, পেনিয়ারবাই, ভারতপে এবং ফোনপে-র সঙ্গে। এখনও পর্যন্ত ৬.৮ লক্ষের বেশি শিল্পী ও কারুশিল্পী ২২ কোটি টাকার ডিজিটাল পেমেন্ট উৎসাহভাতা পেয়েছেন। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে পিএম বিশ্বকর্মা সুবিধাপ্রাপকদের অনলাইন বিপণনে সাহায্য করা হয়। গভর্মেন্ট ই-মার্কেটপ্লেসে নাম নথিভুক্ত হয়েছে ৩০ হাজারের বেশি বিশ্বকর্মা সুবিধাপ্রাপকের। চ্যাম্পিয়ন পোর্টালের মাধ্যমে ইংরেজি সহ ২৩টি দেশীয় ভাষায় সারা দেশে ৬৯টি স্টেট কন্ট্রোল রুমের মাধ্যমে তথ্য যোগানো হয়। ২৬.১১.২০২৫ পর্যন্ত পোর্টালে অভিযোগ জানানো হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৫৭৭টি, তার মধ্যে ৯৯.২৪ শতাংশ (১,৫৮,৩৭২)-এর জবাব দেওয়া হয়েছে।
লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অণু, ক্ষুদ্র, মাঝারি শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী সুশ্রী শোভা কারন্ডলাজে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2199218)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English