যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

পণ্য পরিবহণে পোস্ট অফিস

प्रविष्टि तिथि: 04 DEC 2025 3:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর, ২০২৫

 

ডাকবিভাগ তার পার্সেল পরিষেবাকে দেশজুড়ে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, পণ্য পরিবহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হিসেবেও নিজেকে গড়ে তুলতে এই সংস্থা উদ্যোগী হয়েছে। এক্ষেত্রে পার্সেল পরিবহণের জন্য অত্যাধুনিক বিভিন্ন ব্যবস্থাপনার সূচনা হয়েছে। এর ফলে গ্রাহকদের কাছে সহজেই পার্সেল পৌঁছে দেওয়া হচ্ছে। গ্রাহকরাও একটি ভরসাযোগ্য পরিষেবা পাচ্ছেন। ডাক পরিষেবা সংক্রান্ত উন্নত প্রযুক্তি – অ্যাডভান্সড পোস্টাল টেকনলজি বা এপিটি ২.০ প্রকল্পের আওতায় ওটিপি-ভিত্তিক পার্সেল প্রদান এবং এপিআই-এর মাধ্যমে পুরো পরিষেবার পরিচালনা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি, প্রধান প্রধান ই-কমার্স এবং পণ্য পরিবহণকারী সংস্থাগুলির সঙ্গে ডাকবিভাগ অংশীদারিত্বের বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়াও, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক সহ বিভিন্ন মন্ত্রকের সঙ্গে চুক্তি অনুসারে পার্সেল নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হচ্ছে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে সহায়তার জন্য ডাকঘর নির্যাত কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এ ধরনের ১,০১৩টি কেন্দ্রের সাহায্যে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থার উৎপাদিত পণ্যসামগ্রী, হস্তশিল্পী এবং স্বনির্ভর গোষ্ঠীর পণ্যসামগ্রীও বিদেশে রপ্তানি করা যাচ্ছে।

ডাক ব্যবস্থার এই পরিবর্তন পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। মেল পার্সেল অপটিমাইজেশন প্রোজেক্টের আওতায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়াও, ‘নো ইয়র ডিজিপিন’ অ্যাপের মাধ্যমে জাতীয় স্তরে ডিজিটাল অ্যাড্রেস সংক্রান্ত উদ্যোগে গ্রাহকদের সামিল করা হচ্ছে। 

ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ধ্রুব’ প্রকল্পের আওতায় কোনো ঠিকানাকে দ্রুত শনাক্তকরণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকরা দ্রুত তাঁদের পার্সেল পেয়ে যাবেন।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন যোগাযোগ ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ পেম্মাসানি চন্দ্রশেখর।

 

SC/CB/DM.


(रिलीज़ आईडी: 2199177) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR