পরিবেশ, অরন্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক
azadi ka amrit mahotsav

দিল্লির বায়ু দূষণ পরিস্থিতি পর্যালোচনা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদবের, সিদ্ধান্ত রূপায়ণের নির্দেশ

प्रविष्टि तिथि: 03 DEC 2025 1:51PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর, ২০২৫

 

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদব আজ দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দিল্লির বায়ু দূষণ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগের ৫টি বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত রূপায়ণের নির্দেশ দেন।

কেন্দ্রের গৃহীত পদক্ষেপগুলির মধ্যে রয়েছে – রাস্তার উন্নয়ন ও মেরামতি, বর্জ্য ধ্বংস, নিঃসরণ বিধি মেনে চলা, স্মার্ট যান নিয়ন্ত্রণ ব্যবস্থা, গণ পরিবহণ ব্যবস্থার উন্নতি প্রভৃতি।

উৎসস্থলে দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে আগামী বছরের জন্য বিস্তারিত বার্ষিক কর্ম পরিকল্পনা তৈরি করতে তিনি সংশ্লিষ্ট সব পক্ষের কাছে অনুরোধ জানান। তিনি বলেন, দিল্লির দূষণ পরিস্থিতির উন্নতি ঘটাতে গোটা বছরের জন্য পরিকল্পনা তৈরি একান্ত জরুরি।

বৈঠকে দূষণের নানা দিক পর্যালোচনা করা হয়। দিল্লিতে দূষণের জন্য দায়ী প্রায় ২ হাজার ২৫৪টি শিল্প ইউনিটকে দূষণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির রাস্তাঘাটের অবস্থা পর্যালোচনার পাশাপাশি, বৈঠকে দিল্লির যানজট নিয়েও আলোচনা হয়। ৬২টি স্থানকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং জরুরি-ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গণ পরিবহণ ব্যবস্থার উন্নতি ঘটাতে বৈদ্যুতিক বাসের সংখ্যা বাড়িয়ে আগামী বছরের মার্চ মাসের মধ্যে ৫ হাজার করার লক্ষ্য স্থির করা হয়েছে। বর্তমানে দিল্লিতে প্রায় ৩ হাজার ৪০০টি বৈদ্যুতিক বাস চলাচল করে থাকে।

বৈঠকে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের পুরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2198572) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English