প্রধানমন্ত্রীর দপ্তর
আইআইটি (আইএসএম) ধানবাদ-এর শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী সমারোহের সূচনায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ড. পি কে মিশ্র
प्रविष्टि तिथि:
03 DEC 2025 3:08PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর, ২০২৫
আইআইটি (আইএসএম) ধানবাদ-এর শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী সমারোহের সূচনায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ড. পি কে মিশ্র। ওই প্রতিষ্ঠান চত্বরে প্রাক্তনী এবং বিশিষ্ট অভ্যাগতদের সমাবেশে তিনি ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গঠনের যাত্রায় এই শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ ভূমিকা মনে করিয়ে দেন।
ড. পি কে মিশ্রকে এবছরেই ডক্টর অফ সায়েন্স সম্মানে ভূষিত করেছে এই প্রতিষ্ঠান।
আইআইটি ধানবাদ এশিয়ার অন্যতম খনন প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান বলে উল্লেখ করেন ডক্টর মিশ্র। কোল ইন্ডিয়া, ওএনজিসি, জিএসআই, সিএমপিডিআই এবং এনটিপিসির মতো জাতীয় প্রতিষ্ঠান এখানকার গবেষণার সুফল ভোগ করেছে বলে তিনি মন্তব্য করেন। খনন ক্ষেত্রে নিরাপত্তা, তেল, গ্যাস ও কয়লা উত্তোলন প্রভৃতি কাজে জাতীয় মানদণ্ড স্থির করে দিয়েছে আইআইটি ধানবাদ, এমনটাই বলেন তিনি।
২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে তিনি বলেন, বিকাশের অভিমুখ প্রকৃতি ও নিজস্ব সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার। আত্মনির্ভরতার মন্ত্রে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ উন্নয়নের যাত্রায় মহিলাদের নেতৃস্থানীয় ভূমিকায় আসীন করা সরকারের লক্ষ্য।
বিগত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের কর্মকাণ্ডে উদ্ভাবনামূলক উদ্যোগের প্রাসঙ্গিকতা স্পষ্ট হয়ে ওঠেছে বলে তিনি উল্লেখ করেন। এরফলেই ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের বিকাশ হার বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮.২ শতাংশ হতে পেরেছে বলে ড. পি কে মিশ্র মনে করেন। তিনি আরও বলেন, এদেশে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ পরিমণ্ডল এবং ১০০-এর বেশি ইউনিকর্ন। উদ্ভাবনার পালে হাওয়া লাগাতে ১ লক্ষ কোটি টাকার অনুসন্ধান জাতীয় গবেষণা তহবিল গড়ে তোলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যেতে সরকারের গৃহীত ইন্ডিয়া এআই মিশন, ডিপ টেক ফান্ড অফ ফান্ডস প্রভৃতি পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
প্রশাসনিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, ডিজিটাল ব্যবস্থাপনার প্রসার এবং আত্মনির্ভরতার মন্ত্র দেশের উন্নয়নে অনুঘটক হয়ে উঠেছে বলে ড. পি কে মিশ্র মন্তব্য করেন।
আইআইটি ধানবাদ-এর আরও সাফল্য কামনা করেন তিনি।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2198566)
आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English