উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিভিন্ন প্রকল্পের অধীনে অর্থবরাদ্দ
प्रविष्टि तिथि:
03 DEC 2025 2:55PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর ২০২৫: সংশোধিত বাজেটের পরিসংখ্যান অনুসারে, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক নিম্নলিখিত প্রকল্পগুলির আওতায় গত ৫ বছরে এই অঞ্চলের রাজ্যগুলির জন্য মোট ১৫৯০৫.৮৬ কোটি টাকা বরাদ্দ করেছে৷ যে প্রকল্পগুলির অধীনে এই অর্থ প্রদান করা হয়েছে সেগুলি হল:
(১)উত্তর-পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী উন্নয়ন উদ্যোগ (পিএম-ডিভাইন)
(২) উত্তর-পূর্ব কাউন্সিলের প্রকল্পসমূহ (এসওএনইসি)
(৩) উত্তর-পূর্ব বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প (সড়ক পরিকাঠামো ব্যতীত)
(৪) উত্তর-পূর্ব বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প (সড়ক)
(৫) বিশেষ উন্নয়ন প্যাকেজ (এসডিপি) ও
(৬) উত্তর-পূর্ব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প (এনইইডিএস)
গত পাঁচ বছরে (২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর) পর্যন্ত উল্লিখিত প্রকল্পগুলির অধীনে ডোনার মন্ত্রক কর্তৃক রাজ্যগুলিকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা থেকে অরুণাচল প্রদেশ পেয়েছে ১২০৩.০০ কোটি টাকা, আসাম ২৩০৬.৩৪ কোটি, মণিপুর ৭১৭.৬২ কোটি, মেঘালয় ১২৩১.৯৩ কোটি, মিজোরাম ৮০৯.৪৯ কোটি, নাগাল্যান্ড ১১৩৭.৩৪ কোটি, সিকিম ৭৬৩.৯৩ কোটি, ত্রিপুরা ৭০২.৯০ কোটি ও কেন্দ্রীয় সংস্থাগুলির পেয়েছে ৯৯৬.২২ কোটি টাকা৷ সব মিলিয়ে মোট ৯৮৬৮.৭৭ কোটি টাকা প্রদান করা হয়েছে৷
বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও, এই প্রকল্পগুলির আওতায় রাজ্যগুলির বরাদ্দ ব্যবহার ৬২ শতাংশ সম্পন্ন হয়েছে।
রাজ্য সরকারগুলি সকল প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসহ চাহিদাপত্র পিভিএস সেতু পোর্টালে আপলোড করলে তারপরেই অর্থ বরাদ্দ প্রদানের পরবর্তী প্রস্তাব প্রক্রিয়াজাত হয়।
রাজ্য সরকারের কাছে তহবিল প্রদান মূলত রাজ্যগুলির চাহিদা, রাজ্যগুলির বাস্তবায়নের আর্থিক ও কাজের অগ্রগতি এবং ইতিমধ্যেই প্রদেয় অর্থের ব্যবহার অনুযায়ী নির্ধারিত হয়। এছাড়াও, সংক্ষিপ্ত কার্যকালের সময়, জমির প্রাপ্যতা, প্রতিকূল ভৌগোলিক অবস্থা, নির্মাণ সামগ্রীর সরবরাহে জটিলতা ইত্যাদি উত্তর-পূর্ব রাজ্যগুলিতে অর্থ ব্যয়ের ক্ষেত্রে ধীরগতির কারণগুলির মধ্যে অন্যতম।
আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে, পিভিএস পোর্টাল তৈরি করা হয়েছে, যাতে একটি চাহিদা অনুরোধ মডিউল রয়েছে, যা চলমান প্রকল্পের জন্য বরাদ্দ মঞ্জুরির জন্য চাহিদা অনুরোধ জমা দেওয়ার সুযোগ সহ রাষ্ট্র/কেন্দ্রীয় সংস্থা কর্তৃক ব্যবহার সনদপত্র এবং সমাপ্তি সনদপত্র আপলোড করার সুবিধা প্রদান করে। চলমান প্রকল্পগুলির পর্যবেক্ষণ আরও দৃঢ় করতে, প্রকল্প মান মনিটর/তৃতীয় পক্ষের প্রযুক্তিগত পরিদর্শনের প্রক্রিয়া চালু করা হয়েছে। মন্ত্রক উত্তর-পূর্ব উন্নয়ন আর্থিক সংস্থা মারফত প্রতিটি রাজ্যে একটি ফিল্ড লেভেল টেকনিক্যাল সাপোর্ট ইউনিট (এফটিএসইউ) স্থাপন করেছে। এফটিএসইউ-গুলো নিয়মিত প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর (আইএ) সাথে যোগাযোগ রাখে, এই প্রকল্পগুলোর ডাটাবেস বজায় রাখে ও আপডেট করে, এবং নিয়মিত অগ্রগতির রিপোর্ট জমা দেয় ও ডোনার মন্ত্রককে-কে কোনও প্রতিবন্ধকতার বিষয় থাকলে অবগত করে। এফটিএসইউ-গুলো মাঠপর্যায়ে পরিদর্শনও সম্পন্ন করে এবং চলমান প্রকল্পের তথ্য আপডেট করতে রাজ্য পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করে। চলমান প্রকল্পগুলির সর্বশেষ চিত্রগুলি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাইট পরিদর্শনের সময় এফটিএসইউ কর্তৃক ডোনার মন্ত্রকের প্রকল্প ব্যবস্থাপনা সিস্টেম - গতি শক্তি পোর্টালে আপলোড করা হয়।
অর্থ বরাদ্দের কার্যকারিতাকে উন্নত করতে এবং দ্রুত খরচ ও সঠিক পর্যবেক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করতে, মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের আওতায় অনুমোদিত প্রকল্পগুলোর আর্থিক নির্গমন এখন চারটি সমান কিস্তিতে, প্রতিটি ২৫ শতাংশ করে করা হচ্ছে। ডোনার মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের আউটকাম ভিত্তিক পর্যবেক্ষণ, নীতিI আয়োগের আউটপুট-আউটকাম মনিটরিং ফ্রেমওয়ার্ক (ওওএমএফ)-এর আওতায় অন্তর্ভুক্ত এবং নিয়মিতভাবে রিপোর্ট নীতি আয়োগে জমা দেওয়া হয়।
আজ লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের রাজ্য মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এই তথ্য প্রদান জানিয়েছেন।
*****
PS/DM
(रिलीज़ आईडी: 2198245)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English