প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

অসম দিবসে আসামের মানুষকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 02 DEC 2025 3:47PM by PIB Agartala

নতুন দিল্লি ০২ ডিসেম্বর ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অসম দিবস উপলক্ষে আসামের মানুষজনকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“অসম দিবস উপলক্ষে আমার আসামের ভাই-বোনেদের শুভেচ্ছা।

আজকের দিনটি স্বর্গদেও চাওলুং সুকাফার স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক উপলক্ষ। গত কয়েক বছর ধরে কেন্দ্র এবং আসামের এনডিএ সরকার আসামের অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে চলেছে। বাস্তব ও সামাজিক পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

তাই- অহোম সংস্কৃতি এবং তাই ভাষা জনপ্রিয় করার লক্ষ্যে অসংখ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর থেকে আসামের যুব সমাজ ব্যাপকভাবে উপকৃত হবে।”

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2197975) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English