বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

বস্ত্র ও বয়ন ক্ষেত্রে কর্মসংস্থানের প্রসার

प्रविष्टि तिथि: 02 DEC 2025 2:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ ডিসেম্বর ২০২৫

 

দেশে বস্ত্র ও বয়ন ক্ষেত্রে কর্মীর সংখ্যা ৪ কোটি ৫০ লক্ষের বেশি। গ্রাম এবং আধাশহুরে এলাকায় এই শিল্পে কর্মসংস্থানের আরও প্রসারে একের পর এক পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়েন্স অ্যান্ড অ্যাপারেল (পিএম মিত্র) পার্ক প্রকল্প। প্রকল্পটির উদ্দেশ্য, সমন্বিত ও বিশ্বমানের শিল্প পরিমণ্ডল গড়ে তোলা – যা বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের সহায়ক। এছাড়াও ভারতে তৈরি তন্তু ও বস্ত্র ক্ষেত্রে উৎপাদন সংযুক্ত উৎসাহদান প্রকল্প (পিএলআই) কর্মসূচির মাধ্যমে ভারতীয় বস্ত্রকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় আরও সক্ষম করে তোলা হচ্ছে। সরকার হাতে নিয়েছে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল অভিযান – যার লক্ষ্য উদ্ভাবনা এবং গবেষণার কাজে গতি আনা। বিপণন, চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষতায়ন এবং রপ্তানির প্রসারের মাধ্যমেও বস্ত্র শিল্পের প্রসারে উদ্যোগী সরকার। বস্ত্র শিল্পের প্রাসঙ্গিক প্রযুক্তির বিকাশে সরকার একটি তহবিলও গড়ে তুলেছে। উপযুক্ত বিনিয়োগকারীদের জন্য রয়েছে ভর্তুকির ব্যবস্থা। দেশের রেশমজাত ও তাঁতজাত পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও বেশি করে তুলে ধরতে সিল্ক সমগ্র-২ এবং ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় দ্রুত কাজ এগিয়ে চলেছে। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন বস্ত্র ও বয়ন প্রতিমন্ত্রী শ্রী পবিত্র। 

 

 

SC/AC/AS


(रिलीज़ आईडी: 2197665) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी