পর্যটন মন্ত্রক
azadi ka amrit mahotsav

ইনক্রেডিবল ইণ্ডিয়া 2.0 উদ্যোগ

प्रविष्टि तिथि: 01 DEC 2025 3:38PM by PIB Agartala

নয়াদিল্লী, ১ ডিসেম্বর ২০২৫: পর্যটন মন্ত্রক "ইনক্রেডিবল ইণ্ডিয়া 2.0" এর প্রচার শুরু করেছে। যার মাধ্যমে ভারতে আরও বেশি আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার লক্ষ্যে প্রধান উৎস এবং সম্ভাব্য দেশগুলিতে সাধারণ প্রচার থেকে থিমভিত্তিক বিষয়গুলিতে বেশী গুরুত্ব দিয়েছে।

পর্যটন মন্ত্রণালয় ভারতকে একটি সামগ্রিক পর্যটন গন্তব্য হিসেবে প্রচার করে, স্থায়িত্ব এবং দায়িত্বশীল পর্যটন অনুশীলনকে অন্তর্ভুক্ত করে। মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট এবং মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণ সহ বিভিন্ন মাধ্যমে বৈঠক, সম্মেলন এবং প্রদর্শনী (MICE) পর্যটন গন্তব্যস্থলগুলিকেও প্রচার করে।

আজ লোকসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানিয়েছেন।

*****

PS/SG


(रिलीज़ आईडी: 2197377) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English