সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় ভাষাসমূহের সুরক্ষা

प्रविष्टि तिथि: 01 DEC 2025 3:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ ডিসেম্বর, ২০২৫


২০১১ – র জনগণনা (অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার, ইন্ডিয়া)অনুযায়ী দেশে মোট ১২১ টি ভাষার প্রচলন আছে। এর মধ্যে অনেকগুলি ভাষারই নিজস্ব লিপি আছে, অন্যগুলি লিখিত হয় আঞ্চলিক লিপিতে বা অন্য ভাষার লিপিতে।

স্কিম ফর প্রোটেকশন অ্যান্ড প্রিজারভেশন অফ এনডেঞ্জারড ল্যাঙ্গুয়েজেস 
অফ ইন্ডিয়া(এসপিপিইএল)-এর অধীনে মাইসুরুর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস (সিআইআইএল)- এর মাধ্যমে শিক্ষা মন্ত্রক ১০ হাজারের কম সংখ্যক মানুষের দ্বারা ব্যবহৃত বিপন্ন শ্রেণির মাতৃভাষা বা ভাষার রক্ষা, সংরক্ষণ এবং নথিবদ্ধকরণ নিয়ে কাজ করে। এই কর্মসূচির প্রথম পর্যায়ে ১১৭ টি বিপন্ন ভাষা বা মাতৃভাষাকে বেছে নেওয়া হয়েছে সমীক্ষা এবং নথিবদ্ধকরণের জন্য।

সাহিত্য অ্যাকাডেমির মাধ্যমে সংস্কৃতি মন্ত্রক ২৪ টি স্বীকৃত ভাষা এবং অনেকগুলি জনজাতি এবং অস্বীকৃত ভাষা নিয়ে সাহিত্য আলোচনা এবং প্রকাশনা করে থাকে পুরষ্কার, অনুবাদ এবং অনুষ্ঠানের মাধ্যমে। মৌখিক এবং জনজাতি সাহিত্যের সংরক্ষণ এবং নথিবদ্ধকরণের জন্য বিশেষ কর্মসূচি এবং কেন্দ্র তৈরি করে মন্ত্রক। যেমন সেন্টার ফর ওরাল অ্যান্ড ট্রাইবাল লিটারেচার এবং স্বল্পজ্ঞাত ভাষাগুলি নিয়ে কাজের জন্য ভাষা সম্মান পুরষ্কার দেওয়া হয়।

লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। 
 

 

SC/AP/SG


(रिलीज़ आईडी: 2197089) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी