ভিয়েতনামী ছবি "স্কিন অফ ইয়ুথ" IFFI-2025-এর সেরা ফিচার ফিল্মের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ 'গোল্ডেন পিকক' পুরস্কার জিতেছে
নয়াদিল্লী, ২৮ নভেম্বর ২০২৫
ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ ...
আপনার পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়ান, বুক ভরে বাতাস নিয়ে উজ্জীবিত হোন, এবং সেই শক্তি দিয়ে হাততালি দিন!
IFFI-এর মুকুট রত্ন, সোনালী ময়ূর আরেকবার তার নতুন বাসা খুঁজে পেতে প্রস্তুত!
আজ গোয়ার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামে এক জমকালো সমাপনী অনুষ্ঠানে ভিয়েতনামী ছবি "স্কিন অফ ইয়ুথ" IFFI-এর সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, সেরা ফিচার ফিল্মের জন্য 'গোল্ডেন পিকক' জিতেছে। গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার ও সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল. মুরুগান এই পুরস্কারটি প্রদান করেন।
পরিচালক অ্যাশলে মেফেয়ার এবং প্রযোজক ট্রান থো বিচ নোগ, অ্যাশ মেফেয়ার, ফ্রান বোর্জিয়া গোল্ডেন পিকক ট্রফি, একটি সার্টিফিকেট এবং ৪০,০০,০০০ টাকা নগদ পুরস্কার ভাগাভাগি করে নেবেন।
১৯৯০-এর দশকের সাইগনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের স্বপ্ন দেখা একজন রূপান্তরকামী যৌনকর্মী সান এবং তার ছেলের ভরণপোষণের জন্য লড়াই করা একজন আন্ডারগ্রাউন্ড কেজ ফাইটার ন্যামের মধ্যে তীব্র প্রেমের অন্বেষণ করে। সান একজন নারী হিসেবে বেঁচে থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, অন্যদিকে ন্যাম তার অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে নৃশংস অত্যাচার সহ্য করে। তাদের প্রেম কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হয় কারণ তারা হিংস্র অপরাধ জগৎ, সামাজিক কুসংস্কার এবং অন্ধকার শক্তির মুখোমুখি হয়, যা তাদের সম্পর্ককে নষ্ট করে দেয়।
সিনেমাটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জুরি বোর্ডের প্রতিনিধি বলেন, “প্রথম ফ্রেম থেকেই মনোমুগ্ধকর, অনুপ্রাণিত সিনেমাটোগ্রাফি এবং সাহসী প্রযোজনা নকশার মাধ্যমে পরিচালক দুটি অসাধারণ চরিত্রের অসাধারণ অভিনয় তুলে ধরেছেন। প্রতিটি উপাদান—উদ্দীপক সঙ্গীত, দক্ষ সম্পাদনা এবং সূক্ষ্ম নৈপুণ্য— একত্রিত হয়েছে। সাহসী এবং আধুনিক মননের , অত্যাশ্চর্য এবং স্টাইলিশ, এই সিনেমাটি এমন এক পৃথিবীতে প্রেম এবং ত্যাগের অন্বেষণ করে যা আমাদের মধ্যে খুব কম লোকই দেখেন। এটি এমন একটি শিল্পকর্ম, যা আমাদের মনে দীর্ঘ সময় ধরে থাকবে।”
এর আগে এক সাংবাদিক সম্মেলনে সিনেমাটি সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক অ্যাশলে মেফেয়ার বলেন, “এটি একটি গভীর ব্যক্তিগত গল্প। আমি তিন ভাইবোনের একজন, এবং আমার ছোট বোন একজন রূপান্তরকামী। ছবিটি তাঁর যাত্রা, তাঁর মর্যাদা, তাঁর অধিকার, তাঁর ভয় এবং তাঁর পরিচয় অন্বেষণ করে। তাঁর গল্পে, আমি বিশ্বাস করি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অনেকেই নিজেদের দেখতে পাবে।”
এই বছর, আন্তর্জাতিক চলচিত্রের প্রাণবন্ত ভূগোলের প্রতিনিধিত্বকারী পনেরোটি ফিচার ফিল্ম লোভনীয় গোল্ডেন পিকক পুরষ্কারের জন্য প্রতিযোগিতা করছিল।
IFFI সম্পর্কে
১৯৫২ সালে প্রতিষ্ঠিত, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) দক্ষিণ এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাত। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (NFDC), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ভারত সরকার এবং গোয়া রাজ্য সরকারের বিনোদন সোসাইটি (ESG) যৌথভাবে আয়োজিত এই উৎসবটি একটি বিশ্বব্যাপী সিনেমাটিক পাওয়ার হাউসে পরিণত হয়েছে—যেখানে পুনরুদ্ধারিত কিছু ধ্রুপদী সিনেমা সাহসী পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হয়েছে এবং কিংবদন্তি শিল্পীরা প্রথমবারের মতো অংগ্রহণ করা নির্ভীক শিল্পীদের সঙ্গে পর্দা শেয়ার করে নিয়েছেন। বৈদ্যুতিক মিশ্রণ—আন্তর্জাতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, মাস্টারক্লাস, শ্রদ্ধাঞ্জলি এবং উচ্চ-শক্তির WAVES ফিল্ম বাজার, যেখানে ধারণা, চুক্তি এবং সহযোগিতার উড়ান IFFI-কে সত্যিকার অর্থে উজ্জ্বল করে তোলে। ২০-২৮ নভেম্বর গোয়ার অত্যাশ্চর্য উপকূলীয় পটভূমিতে মঞ্চস্থ, এর ৫৬তম সংস্করণটি ভাষা, ধারা, উদ্ভাবন এবং কণ্ঠস্বরের এক চমকপ্রদ বর্ণালীর প্রতিশ্রুতি দেয়। এটি বিশ্ব চলচ্চিত্র মঞ্চে ভারতের সৃজনশীল প্রতিভার এক নিমগ্ন উদযাপন।
আরও তথ্যের জন্য, ক্লিক করুন:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193856®=3&lang=2
IFFI Website: https://www.iffigoa.org/
PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56/
PIB IFFIWood Broadcast Channel: https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F
X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji
*****
PS/Agt
रिलीज़ आईडी:
2196769
| Visitor Counter:
8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English