প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী কর্ণাটকের উদুপি সফরের কিছু ঝলক শেয়ার করেছেন
प्रविष्टि तिथि:
28 NOV 2025 10:01PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৮ নভেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের উদুপি সফরের কিছু ঝলক শেয়ার করেছেন। তিনি উদুপিতে শ্রীকৃষ্ণ মঠ পরিদর্শন করেছেন এবং লক্ষ কন্ঠে গীতা পাঠ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন - এই অনুষ্ঠানে শিক্ষার্থী, সন্ন্যাসী, পণ্ডিত এবং বিভিন্ন স্তরের নাগরিক সহ ১০০,০০০ অংশগ্রহণকারীর একটি ভক্তিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যাঁরা সমস্বরে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন।
প্রধানমন্ত্রী কৃষ্ণ গর্ভগৃহের সামনে অবস্থিত সুবর্ণ তীর্থ মণ্ডপের উদ্বোধন করেন এবং পবিত্র কনকন কিন্দির জন্য কনক কবচ (সোনার আবরণ) উৎসর্গ করেন, এটি একটি পবিত্র জানালা যার মধ্য দিয়ে সন্ত কনকদশ ভগবান কৃষ্ণের দিব্য দর্শন পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। ৮০০ বছরেরও বেশি আগে বেদান্তের দ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা শ্রী মাধ্বাচার্য উদুপির এই শ্রী কৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন।
এক্স হ্যান্ডেলের বিভিন্ন পোস্টে শ্রী মোদী উল্লেখ করেছেন:
“ভক্তি, শিক্ষা এবং ঐতিহ্যের সঙ্গে যুক্ত স্থান উদুপিতে থাকতে পেরে আনন্দিত। উদুপিতে আমি যে অভ্যর্থনা পেয়েছি তা সর্বদা আমার স্মৃতিতে গেঁথে থাকবে। জনগণের প্রতি কৃতজ্ঞ।”
“উদুপি ধর্ম, করুণা এবং সামাজিক উন্নয়নের গভীরে প্রোথিত একটি স্থান।”
“ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দরিদ্রদের সাহায্য করার পথ শেখান। সেই চেতনাই আমাদের বিভিন্ন উদ্যোগ যেমন আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং আরও অনেক কিছুকে অনুপ্রাণিত করে।”
“গীতা দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের উন্নতির জন্য এই নয়টি সংকল্প গ্রহণ করুন…”
“লক্ষকণ্ঠে উচ্চারিত গীতার মহৎ ও ঐশ্বরিক আবৃত্তি সকলকে শক্তি এবং গভীর ভক্তিতে ভরিয়ে দিয়েছে। এত বিশাল সমাবেশের দ্বারা একত্রে গীতা জপ করতে দেখা ছিল একটি অবিস্মরণীয় মুহূর্ত।”
“আজকের উদুপির শ্রীকৃষ্ণ মঠ ঘুরে দেখা খুবই বিশেষ ছিল। গীতা পাঠ ছিল একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। সুবর্ণ তীর্থ মণ্ডপের উদ্বোধন এবং কনক কবচ কনক কিন্ডির জন্য উৎসর্গ করা। কনক কিন্ডি থেকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা। শ্রী কনক দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করাও সম্মানের বিষয়।”
"উদুপির শ্রীকৃষ্ণ মঠের আরও কিছু ঝলক এখানে দেওয়া হল।"
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2196766)
आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English